ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষককে পেটানোয় লিগ্যাল নোটিস

প্রকাশিত: ১১:০০, ১৭ এপ্রিল ২০২০

কৃষককে পেটানোয় লিগ্যাল নোটিস

স্টাফ রিপোর্টার ॥ সরকারের দেয়া হটলাইন নাম্বার ৩৩৩ ফোন করে ত্রাণ চাওয়ায় নাটোরের লালপুরে এক বৃদ্ধ কৃষককে পেটানোর ঘটনায় মামলা করে ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিস পাঠিয়েছে সুপ্রীমকোর্টের এক আইনজীবী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে ব্যবস্থা গ্রহণ না করলে প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে বলে উল্লেথ করা হয়েছে নোটিসে। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে ইমেল যোগে সরকারের সংশ্লিষ্টদের প্রতি সুপ্রীমকোর্টের আইনজীবী জে আর খান রবিন এই নোটিস পাঠিয়েছেন। নোটিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), নাটোরের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশের এসপি এবং লালপুরের ওসিকে বিবাদী করা হয়েছে। চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় মৃদু ভূকম্পন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ও নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ চট্টগ্রাম ও এর আশপাশ এলাকায় বৃহস্পতিবার বিকেলে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে অনুমান প্রায় ৬ মাত্রার কম্পন অনুভূত হয়। চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এ কম্পন অনুভূত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ড সময়জুড়ে এ কম্পনে বিভিন্ন স্থানের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে নিরাপদ স্থানে যাবার আগেই তা শেষ হয়ে যায়। ঘটনার পর কোন স্থান থেকে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা। মিয়ানমারের ইলমা ছিল এর উৎপত্তিস্থল। আগারগাঁও ভূমিকম্প অফিস সূত্রে জানা গেছে, এটির উৎপত্তিস্থল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ফেলাম এলাকায় ।
×