ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা চিকিৎসা সামগ্রী আনছে বিমানবাহিনী

প্রকাশিত: ১০:৫৮, ১৭ এপ্রিল ২০২০

করোনা চিকিৎসা সামগ্রী আনছে বিমানবাহিনী

বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানের মাধ্যমে করোনা প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক বিভিন্ন দ্রব্য সংগ্রহের জন্য শুক্রবার বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবে। এয়ার কমোডর মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে কাজ করবে দলটি। সি-১৩০ জে বিমানটি চীন যাত্রার উদ্দেশে ঢাকায় অবস্থিত বিমান ঘাঁটি বঙ্গবন্ধু থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম পৌঁছায়। মিশন সুসম্পন্ন করার জন্য বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ সশস্ত্রবাহিনী করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকারের প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, করোনা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্রবাহিনী চীন সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে চীন থেকে করোনা শনাক্তকরণের প্রয়োজনীয় কীট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রিক থার্মোমিটার, মেডিক্যাল সেফটি গ্লাস, প্রটেক্টিভ গ্লাভস, গগলস ও ব্যক্তিগত সুরক্ষাসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে। চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের জন্য বিমানবাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমান চীনের উদ্দেশে যাত্রা করেছে। সশস্ত্রবাহিনী বিভাগ ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় করোনা প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেয়ার জন্য বিমানবাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (মেডিভাক) সহায়তা দিচ্ছে। -আইএসপিআর
×