ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি ॥ রিজভী

প্রকাশিত: ১০:৫৭, ১৭ এপ্রিল ২০২০

সরকার ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ জীবন বাজি রেখে ডাক্তাররা করোনাভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা করলেও সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোগীর সেবা করতে গিয়ে ডাক্তাররা জীবন উৎসর্গ করেছেন। অথচ অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়া ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে বনানী থানা ছাত্রদল আয়োজিত দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, গোটা দেশের বিপর্যয়ের মুখেও আওয়ামী লীগের লুটপাট থামছে না। জামালপুরের মেলান্দহ উপজেলার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ৫০০ বস্তা ত্রাণের চাল পাওয়া গেছে। এছাড়াও আরও অনেক নেতার বাড়িতে ত্রাণের চাল পাওয়া গেছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। একদিকে বিরোধী দলের ওপর হামলা মামলা অব্যাহত রেখেছে অন্যদিকে নিজেদের লোকদের চুরি আর লুটপাট করতে সহযোগিতা করা হচ্ছে। সরকার মহামারীর মধ্যেই দুঃশাসন জারি রেখেছে। সরকারের সমালোচনা করে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ গ্রহণ তো দূরের কথা বরং বিএনপি বা এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গরিব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে গেলে তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেয়া হয়, তাদের গ্রেফতার করা হয়। ত্রাণ বিতরণের কারণে রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেফতার করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেই দুঃশাসন জারি রেখেছে। তবে শত জুলুম নির্যাতনের মধ্যেই বিএনপি সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াবে। ডাঃ মঈনুদ্দিনের মৃত্যুতে শনিবার কর্মসূচী পালন করবে ড্যাব ॥ সিলেট মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মঈনুদ্দিনের মৃত্যুতে শনিবার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করবে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কর্মসূচীর মধ্যে রয়েছে- সকল চিকিৎসক এবং সর্বস্তরের স্বাস্থ্য কর্মীদের কালো ব্যাজ ধারণ (কর্র্মক্ষেত্রে ও ঘরে অবস্থান করেন)। দুপুর ১২টা থেকে ১ মিনিট নীরবতা পালন (যার যার অবস্থানে থেকে) এবং জোহর নামাজের পর ডাঃ মঈনুদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়।
×