ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাজার তদারকির সময় জরিমানা ভোক্তা অধিকারের

প্রকাশিত: ১০:৫৬, ১৭ এপ্রিল ২০২০

বাজার তদারকির সময় জরিমানা ভোক্তা অধিকারের

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, ফেনী, কুমিল্লা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, যশোর, খুলনা কুষ্টিয়া, বরিশাল, ভোলা, কুড়িগ্রাম, গাইবান্ধা, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বাজার তদারকি কার্যক্রম চালায়। অধিদফতরের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে দিনের কর্মসূচী নির্ধারণে এক সভা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালকের নেতৃত্বে ঢাকা মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার তদারকি করা হয়। সে সময় মূল্য তালিকা না টাঙ্গানোয় নয় প্রতিষ্ঠানকে সাত হাজার পাঁচ শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি
×