ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২শ’ কর্মহীনকে খাদ্যদ্রব্য দিলেন পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৫, ১৭ এপ্রিল ২০২০

১২শ’ কর্মহীনকে খাদ্যদ্রব্য দিলেন পরিবেশমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষকে মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ১ হাজার ২শ’ ৫০ জন কর্মহীন পরিবহন শ্রমিকের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮০০ এবং জুড়ী উপজেলার ৪৫০ পরিবহন শ্রমিকের বাড়িতে এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়। এ সময় প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল প্রদান করা হয়। খাদ্যদ্রব্য বিতরণ বিষয়ে পরিবেশমন্ত্রী জানান, তার নির্বাচনী এলাকার কেউ না খেয়ে থাকবে না। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতি জরুরী প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। উল্লেখ্য, ইতোপূর্বে, পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকার ১৭০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
×