ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সার-বীজ বিতরণ

প্রকাশিত: ১০:৫৪, ১৭ এপ্রিল ২০২০

সার-বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৬ এপ্রিল ॥ মীরসরাইয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে পিকেএসএফের সহায়তায় প্রতিবন্ধী, অটিজম ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী, দরিদ্র কৃষকদের মাঝে সবজি, ধান বীজ ও সার এবং পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে অপকার প্রধান কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী ও সার, বীজ বিতরণ করেন অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব। এ বিষয়ে অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর জানান, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বেসরকারী উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে এ পর্যন্ত পল্লী চিকিৎসক, প্রশাসন ও সাংবাদিকদের মাঝে ৫শ’ পিপিই, ৫শ’ প্রতিবন্ধী অটিজম মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ৫শ’ দরিদ্র কৃষকের মাঝে সবজি, ধান বীজ ও সার বিতরণ করেছি। ত্রাণের টিন উদ্ধার ॥ দুজনের দণ্ড সংবাদদাতা, মঠবাড়িয়া, পিরোজপুর, ১৬ এপ্রিল ॥ উপজেলা পরিষদের বরাদ্দকৃত ত্রাণের টিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে অর্থদ- দেয়া হয়েছে। বুধবার রাতে উপজেলার ধনীসাফা ইউনিয়নের সাফা গ্রাম থেকে রুবেল মল্লিকের (৩০) নির্মাণাধীন ঘরের সামনে থেকে ও তার বাবা ফারুক মল্লিকের ঘরের পেছন থেকে ১ বান ত্রাণের ঢেউটিন উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। পরে আদালতে রুবেল একই গ্রামের হাসেম হাওলাদারের ছেলে ভ্যানচালক কবিরের কাছ থেকে টিন ক্রয়ের কথা স্বীকার করায় কবিরকেও ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে সে টিন বিক্রির কথা স্বীকার করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালতে ত্রাণের টিন ক্রয় বিক্রয় করার অপরাধে রুবেলকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কবিরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
×