ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় সাবেক পাক ক্রিকেটারের মৃত্যু

প্রকাশিত: ১০:৫০, ১৬ এপ্রিল ২০২০

করোনায় সাবেক পাক ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের আক্রান্ত হয়ে সাবেক পাকিস্তান ক্রিকেটার জাফর সরফরাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে ছিল তার পদচারণা। সাবেক এই ক্রিকেটার মৃত্যুর আগে পেশোয়ারের একটি বেসরকারী হাসপাতালে তিনদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বাঁহাতি মিডল অর্ডার এই ব্যাটসমান ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ৬ বছরে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১৫টি। প্রথম শ্রেণীতে তিনি ২৫ ইনিংসে ব্যাট করে রান করেছেন মোট ৬১৬, যার মধ্যে ফিফটি রয়েছে ৪টি। প্রথম শ্রেণীতে মোটামুটি পারফর্মেন্স করা এই ক্রিকেটার সুবিধা করতে পারেননি লিস্ট ‘এ’ ক্রিকেটে। খেলেছেন মাত্র ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ। রান করতে পেরেছেন সর্বসাকুল্যে ৯৬। ক্রিকেট ক্যারিয়ারে সুবিধা করতে না পেরে মাত্র ২৫ বছর বয়সে অবসর নেন তিনি। নাম লেখান কোচিংয়ে। পরবর্তীতে পেশোয়ার অনুর্ধ-১৯ এবং মূল দলের কোচের দায়িত্ব পালন করেছেন জাফর। নিজে জাতীয় দলে সুযোগ না পেলেও সাবেক এই ক্রিকেটারের ছোট ভাই আখতার সরফরাজ পাকিস্তানের হয়ে খেলেছেন ৪ ওয়ানডে। আখতার গত বছর জুনে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকে গমন করেছেন।
×