ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্থগিত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ

প্রকাশিত: ১০:৪৯, ১৬ এপ্রিল ২০২০

স্থগিত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনার প্রভাবে প্রথম রাউন্ডের পর বন্ধ করে দেয়া হয়েছিল ঢাকা প্রিমিয়ার লীগের সপ্তম আসর। সাময়িকভাবে পঞ্চম রাউন্ড পর্যন্ত খেলা স্থগিত করা হলেও বুধবার তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলি হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আলি হোসেন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেলা। যদি পরিস্থিতি কোন রকমে ভাল হয় তাহলে ক্লাবগুলোর সঙ্গে বসে, বোর্ডের সঙ্গে বসে খেলা চালানো সম্ভব হলে চালাব। আমরা ক্লাবগুলোকে বলে দিচ্ছি যে খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ।’ এর আগে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হলেও প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে তা আর মাঠে গড়ায়নি। অবস্থার উন্নতি ঘটলে আসন্ন এপ্রিলেই প্রিমিয়ার লীগ পুনরায় চালু করতে আশাবাদী ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি প্রধান বলেছিলেন, ‘এপ্রিলের পর যদি অবস্থা আমাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমরা প্রিমিয়ার লীগ নিয়ে চিন্তা করব। শেষ করা যায় কিনা ভাবব। আমাদের একটু সময় লাগবে।’ এখন অনির্দিষ্টকালের জন্য লীগ স্থগিত হয়ে গেছে।
×