ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশ সদস্যদের কষ্ট উপলব্ধি করছেন মাশরাফি

প্রকাশিত: ০৯:১৩, ১৪ এপ্রিল ২০২০

পুলিশ সদস্যদের কষ্ট উপলব্ধি করছেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশি^ক মহামারী করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা লেগেছে বাংলাদেশেও। টানা সাধারণ ছুটিতে স্থবির হয়ে রয়েছে জনজীবন। আনুষ্ঠানিকভাবে এটি লকডাউন হিসেবে ঘোষণা না করলেও সরকার দেশের সব পর্যায়ের মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে যাচ্ছে এবং তা নিশ্চিত করে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। পুলিশ সদস্যদের এই অক্লান্ত পরিশ্রমের কষ্টটা উপলব্ধি করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাদের কষ্টের কথা ভেবে হলেও দেশের মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুকের এক বার্তায়। করোনাভাইরাস সংক্রমণ রোধের অন্যতম উপায় জনসমাগম এড়িয়ে চলা এবং পারস্পরিক সংস্পর্শে না আসা। এ কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অনানুষ্ঠানিক যে লকডাউন দেশব্যাপী চলছে তাতে সব পর্যায়ের মানুষ যাতে ঘরে থাকে তা নিশ্চিত করতে সারা দিনরাত অক্লান্তভাবে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। তাদের নিয়ে মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘করোনাভাইরাস দেশে আঘাত হানার সঙ্গে সঙ্গে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেক গুণ। দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা, কোন ধরনের অভিযোগ ছাড়াই। হ্যাঁ, আমাদের পুলিশ ভাইদের কথা বলছি। তারা সত্যিই অক্লান্ত পরিশ্রম করছেন, শুধু আমাদের করোনা নামক মহামারী থেকে সুরক্ষিত রাখতে। সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে শরীরটা যখন আর সায় দেয় না, তখন মশার কামড়, গরম সব কিছুর কাছে হয় তো হার মেনে যান। বসার কিছু একটা পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যান যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে।’ এমন কঠোর পরিশ্রম করছেন তারা শুধু দেশের সাধারণ জনগণকে নিরাপদ রাখতে। তাই দেশবাসীর প্রতি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বলেন, ‘আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রণে রাখতে? আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করেও বাসায় থাকতাম, তাহলে হয়তো এই মানুষগুলোর এতটা কষ্ট হতো না। মহান আল্লাহ্তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভাল থাকেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’
×