ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলরক্ষক বোনেট্টি আর নেই

প্রকাশিত: ০৯:১৩, ১৪ এপ্রিল ২০২০

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলরক্ষক বোনেট্টি আর নেই

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের জনক ইংল্যান্ড তাদের ইতিহাসে একমাত্র বিশ্বকাপ জিতেছে ১৯৬৬ সালে। ওই বিশ্বকাপে ইংলিশদের অন্যতম গোলরক্ষক ছিলেন পিটার বোনেট্টি। সাবেক এই তারকা গোলরক্ষক দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ইংল্যান্ড ও চেলসির সাবেক এই গোলরক্ষকের বয়স হয়েছিল ৭৮ বছর। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও সেবার মাঠে নামা হয়নি পিটারের। ‘দ্যা ক্যাট’ নামে পরিচিত হয়ে ওঠা এই ফুটবলার ইংল্যান্ডের জাতীয় দলের গোলপোস্ট সামলেছেন মোট সাতবার। ১৯৬৬ বিশ্বকাপে স্কোয়াডে থেকেও খেলা হয়নি। তবে ১৯৭০ বিশ্বকাপে ইংলিশদের গোলপোস্টের নিচে ঠিকই দাঁড়ান তিনি। তবে সেবার তৎকালীন পশ্চিম জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। জাতীয় দলে নিয়মিত না হলেও চেলসির হয়ে ৭২৯ ম্যাচ খেলেছেন পিটার বোনেট্টি। ব্লুজদের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল সাবেক অধিনায়ক রন হ্যারিস। এছাড়া তিন দশকের দীর্ঘ পেশাদারি ক্যারিয়ারের অল্পকিছু সময় তিনি আমেরিকান ক্লাব সেন্ট লুইস স্টার্স, ডান্ডি এবং ওয়ার্কিং এফসির হয়ে খেলেছেন। ১৯৬০ ও ১৯৭০ এর দশকে পিটারকে ভাবা হতো গোলকিপিং সুপারস্টার এবং সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। কেনকে বিক্রি করবে না টটেনহ্যাম স্পোর্টস রিপোর্টার ॥ মহামারীতে থমকে আছে পুরো বিশ্ব। যে কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইউরোপিয়ান ক্লাবগুলো। এই তালিকায় রয়েছে ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারও। ৭২০ মিলিয়ন পাউন্ড ঋণের চাপে পড়েছে ক্লাবটি। যে কারণে তাদের সেরা খেলোয়াড় হ্যারি কেনকে বিক্রির গুঞ্জন শুনা যাচ্ছে। তবে এই গ্রীষ্মে বিক্রি করবে না বলে জানিয়েছে স্পার্শরা। শুধু তাই নয়, ইংল্যান্ডের কোন প্রতিপক্ষের কাছেও হ্যারি কেনকে টটেনহ্যাম বিক্রি করবে না বলে জানিয়েছে বিবিসি। ২৬ বছর বয়স হ্যারি কেনের। এই সময়েই বিশ্ব ফুটবলের সেরা স্ট্রাইকারদের একজনে পরিণত করেছেন নিজেকে। ২০১৮ সালে স্পার্শদের সঙ্গে ছয় বছরের চুক্তি-স্বাক্ষর করেছিলেন তিনি। কিন্তু গত বছরই উত্তর লন্ডনের এই ক্লাবে না থাকার কথা জানান ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। এরপর থেকেই তাকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠে ইউরোপের শীর্ষসারির ক্লাবগুলো।
×