ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানী থেকে বিপুল অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ১২:২৩, ১৩ এপ্রিল ২০২০

 রাজধানী থেকে বিপুল অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবী ও কাফরুল এলাকায় চার হাজারেরও বেশি মোবাইল সিম ও বিপুল অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ তানভীর মাহমদু রানা (৩৪) এবং মোঃ সোহাগ আব্বাস (৩৫)। র‌্যাব-৪ জানায়, শনিবার রাত দেড়টার দিকে র‌্যাবের-৪ এর একটি দল পল্লবী ও কাফরুল থানা এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালায়। এসব বাড়ি থেকে অবৈধ ভিওআইপি মেশিন ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তানভীর ও সোহাগ নামে দুজনকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, এসব সরঞ্জামের মধ্যে রয়েছে বিভিন্ন পোর্টের এন্টেনাযুক্ত ১৬টি সিম বক্স, বিভিন্ন মোবাইল অপারেটরের চার হাজার ৩০টি সিমকার্ড, ১৫টি রাউটার, দুটি ল্যাপটপ, মনিটর, পেনড্রাইভ, মোবাইল এবং অবৈধ ভিওআইপির হিসাবসংবলিত একাধিক খাতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে নিষিদ্ধ ভিওআইপি ব্যবসা করে আসছিল।
×