ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএমসির সহযোগী অধ্যাপক কুলসুম হক আর নেই

প্রকাশিত: ১২:২৩, ১৩ এপ্রিল ২০২০

  ডিএমসির সহযোগী অধ্যাপক কুলসুম  হক আর  নেই

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), নিউরোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভীর সহধর্মিণী চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ২৮তম ব্যাচের ছাত্রী ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) অবস এ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কুলসুম হক ১১ এপ্রিল শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। তিনি স্বামী, এমবিবিএস ডিগ্রীতে অধ্যয়নরত পুত্র সন্তান আলভী, ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা সন্তান রাইসাসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবরের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এছাড়া তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার রহমান খান ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান ভূঁইয়া। শনিবার বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। -বিজ্ঞপ্তি
×