ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় নৌ পুলিশের ৫ জাহাজ মোতায়েন

প্রকাশিত: ১২:২২, ১৩ এপ্রিল ২০২০

 করোনা মোকাবেলায় নৌ পুলিশের ৫ জাহাজ মোতায়েন

করোনাভাইরাস মোকাবেলায় নৌপুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার) এর নির্দেশে ১০ এপ্রিল নৌ পুলিশের পক্ষ থেকে পাঁচটি জাহাজ মোতায়েন করা হয়েছে। এদিন বেলা ১১টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌ পুলিশের ব্যানার সম্বলিত তিনটি জাহাজ ছেড়ে যায়। এর মধ্যে সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের তত্ত্বাবধানে জামাল-১, গাজী-৪ জাহাজটি সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে এবং জামাল-৪ জাহাজটি পুলিশ পরিদর্শক একেএম কাওসারের তত্ত্বাবধানে রাখা হয়। দেশের তিনটি নদী বন্দরে এ জাহাজগুলো অবস্থান করবে। এর মধ্যে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে দুটি জাহাজ মোতায়েন করা হয়। চাঁদপুরে দুটি জাহাজ এবং পাটুরিয়া ঘাটে একটি জাহাজ অবস্থান করছে। জাহাজগুলো সদরঘাট লঞ্চঘাট ছাড়ার পূর্বে অফিসার এবং অন্যান্য সদস্যদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম নৌপুলিশ। দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় এসব পদক্ষেপ নেয়া হয়। সচেতনতা বৃদ্ধি, জীবাণুনাশক দিয়ে নৌযান করোনাভাইরাস মুক্ত করা এবং স্যানিটাইজার/ হ্যান্ডওয়াস/ সাবান দিয়ে নিয়মিতভাবে হাত পরিষ্কার রাখতে হবে। হাঁচি, কাশির সময় টিস্যু ব্যবহার এবং কেউ যেন ঘাট এলাকায় ঘুরে না বেড়ায় এ বিষয়টিও নজরে আনবে নৌপুলিশ। ডিআইজি বলেন, নদীর বিভিন্ন পয়েন্টে জনসমাগম সীমিত রাখা এবং লকডাউন রক্ষার্থে নজরদারি বৃদ্ধি করতে হচ্ছে। -বিজ্ঞপ্তি
×