ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝাড়ু দিচ্ছেন মন্ত্রী ও মন্ত্রীপত্নী

প্রকাশিত: ১১:৫০, ১৩ এপ্রিল ২০২০

  ঝাড়ু দিচ্ছেন মন্ত্রী ও  মন্ত্রীপত্নী

কোন ধর্মের ভেদাভেদ নয়, ধনী-গরিবের বৈষম্যও নয়, দেশ সবার। দেশের কাজও সবার। করোনাভাইরাস মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বলেছেন বিশেষজ্ঞরা। কিন্তু শুধু নিজেই পরিষ্কার থাকলে চলবে না, পরিষ্কার রাখতে হবে আশপাশের সবাইকে, এলাকার পরিবেশকে। এ কথা ভেবেই হয়ত ঝাড়ু হাতে রাস্তায় নেমে গেলেন কর্ণাটকের এক মন্ত্রী। কয়েকমাস আগে ‘স্বচ্ছ ভারত’ প্রচারণা শুরু করেছিলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কর্ণাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী কিন্তু কোন প্রচারণার জন্যে নামেননি। যা করেছেন নিজের মনের তাগিদেই। রাস্তা ঝাড়ু দেয়ার ছবিও তিনি তোলেননি বা শেয়ার করে জনপ্রিয়তার আশা করেননি। সস্ত্রীক মন্ত্রীমশাইয়ের রাস্তা সাফাইয়ের ছবি প্রথমে শেয়ার করেন বেঙ্গালুরু মহানগর পালিকার কমিশনার বি এইচ অনিল কুমার। মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, এই ছবি সমাজকে অনেক বড় বার্তা দেবে। এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ছবিটি। সবাই বাহবা দিয়েছেন মন্ত্রীকে। বলেছেন, ভাল কাজ তো এভাবেই করতে হয়- নিজের মনের টানে, প্রচারণার জন্য নয়। -দ্য ওয়াল
×