ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৪৪, ১৩ এপ্রিল ২০২০

 জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টে আরও ৭ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় রবিবার সন্ধ্যা পর্যন্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এসব ব্যক্তি জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা ও শ্বাসকষ্টে ভুগে মারা যায়। তবে এদের মধ্যে বেশিরভাগই শ্বাসকষ্টে ভুগে মারা যাওয়ার ঘটনা দেখা যায়। মৃতদের মধ্যে ছিল বৃদ্ধ, যুবক ও নারী। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঢাকা ॥ করোনার উপসর্গ নিয়ে সাভারে তেরো বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় একটি ভাড়া বাড়িতে ওই কিশোরের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা জানান, বেশ কিছুদিন ধরেই ওই কিশোর জ্বর, ঠা-া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানায়। রবিবার সকাল দশটার দিকে জ্বর, ঠা-া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ওই কিশোরের মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি দল সেখানে যায়। পরে মৃত কিশোরটির শরীরে করোনাভাইরাস ছিল কি না তা পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করে ঢাকার আইপিএইচ এ পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সম্পূর্ণ বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে ভবানীপুর গ্রামে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আজিজার রহমান ইচ্ছু নামের এক ব্যক্তি মারা গেছে। শনিবার বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় মৃত ব্যক্তিসহ তার স্ত্রী,সন্তান এবং পুত্রবধূর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। বাড়িটি লকডাউন করা হয়েছে। সন্ধ্যার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করেছে পরিবারের লোকজন। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, আজিজার রহমান ইচ্ছু (৫২) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়ার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগসহ ওই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার আমিনুল ইসলাম বাচ্চু জানান, নিহতের ছেলে মোস্তাক হোসেন প্রায় দুই সপ্তাহ আগে গাজীপুর থেকে এসেছেন। মোস্তাক গাজীপুরে কৃষি কাজ করে বলে জানা গেছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন থেকে জন্ডিস ও হাঁপানি রোগে ভুগছিল বলে পরিবার থেকে জানানো হয়। তবে নিহতের মাঝে করোনার লক্ষণ ছিল বলে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি। কুষ্টিয়া ॥ করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক নারীর (২৩) মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। দুদিন আগে মিরপুর উপজেলার আমলা সদরপুর গ্রামের ওই রোগী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্র জানায়, জেনারেল হাসপাতালের সামনে সরকারী একটি প্রতিষ্ঠানের আইসোলেশন ওয়ার্ডে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে রবিবার দুপুরে ওই নারী মারা যান। তিনি দুদিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আগেই তার নমুনা সংগ্রহ করা হলেও প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি না। সিভিল সার্জন জানান, বিশেষ ব্যবস্থায় ওই নারীর লাশ দাফন করা হবে। রাজশাহী ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন করোনা চিকিৎসক টিমের প্রধান ডাঃ আজিজুল হক আজাদ। মৃত যুবকের নাম শ্রী কৃষ্ণ (৩৫)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পলাশবাড়ি গ্রামে। শনিবার দুপুরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের জন্য স্থাপন করা ৩৯ নম্বর ওয়ার্ডের আইসোলেশনে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এর আগে শনিবার সকাল ১০টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কৃষ্ণকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সরাসরি রাজশাহীতে পাঠিয়ে দেয় চিকিৎসকরা। তিনি ঢাকায় কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়িতে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রবিবার হাসপাতালের নিয়মিত ব্রিফিংয়ে ডাঃ আজাদ জানান, নওগাঁর মান্দা থেকে আসা ওই রোগীর জ্বর ও প্রচ- শ্বাসকষ্ট ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি অজ্ঞান অবস্থায় থাকার কারণে তার কাছ থেকে কিছু জানা সম্ভাব হয়নি। তবে তিনি নিয়মিত মদপান করতেন বলে জানা গেছে। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। যেহেতু করোনাভাইরাসের কিছু উপসর্গ তার মধ্যে ছিল এ জন্য স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করতে বলা হয়েছে বলে জানান ডাঃ আজাদ। চুয়াডাঙ্গা ॥ জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের রেহদান বেগম (৬৫) গত শনিবার সন্ধ্যায় মারা যাওয়ার পর এলাকাবাসীর দাবিতে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ওই গ্রামের ৪টি বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়। মৃত ে রেহদান বগম খয়েরহুদা গ্রামের মরহুম আব্দুল লতিফের স্ত্রী। মৃত রেহদান বেগমের পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু জানান, অসুস্থ অবস্থায় তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালসারি গ্রামে ছেলের বাড়িতে ছিলেন। পরে তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বসুতিপাড়ায় তার মেয়ের বাড়িতে চলে আসেন। এমতাবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। স্থানীয় লাকজন সেখানে দাফন করতে না দিলে তার নিজ গ্রাম জীবননগর খয়েরহুদায় পুলিশ হেফাজতে মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জুলিয়েট পারউইন বিষয়টি জানতে পেরে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছেন। চট্টগ্রাম ॥ বন্দরনগরী চট্টগ্রামে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ বাড়ছে। প্রথমবারের মতো এই করোনায় জেলায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে তার মৃত্যুর পর নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। এ ঘটনার পর তার বাড়ি সাতকানিয়া এলাকায় পশ্চিম ঢেমশার পুরো একটি ওয়ার্ড লকডাউন করা হয়েছে। অপরদিকে, আরও দু’জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে, বেসরকারী হলি ক্রিসেন্ট হাসপাতালের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন হাসপাতালের ইউনিট-২ করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। এর আগে চট্টগ্রামের বেসরকারী ১২টি হাসপাতাল করোনা রোগী চিকিৎসার জন্য রিকুজিশনে আনা হয়েছে। অপরদিকে, মহানগরী ও জেলার চৌদ্দ উপজেলায় জনচলাচল কঠোর নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জনচলাচল ও দোকানপাট রাখার ওপর নিষেধাজ্ঞা বলবত রয়েছে। এ অবস্থায় দিনের বেলায় ন্যায্যমূল্যে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে টিসিবি। এর পাশাপাশি খেটে খাওয়া জনগোষ্ঠীর সদস্য ও মধ্যবিত্ত পরিবারের লোকজনদের চাহিদা অনুযায়ী ত্রাণ ও সহযোগিতা চলমান রয়েছে। এ ত্রাণ সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি বেসরকারী বিভিন্ন শিল্প গ্রুপ, ব্যক্তিগত পর্যায়, বিভিন্ন সংগঠনের পক্ষে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে দেশের অন্যতম শিল্প গ্রুপ এস আলম গ্রুপের পক্ষ থেকে চসিকের মেয়রের কাছে দুই হাজার পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্টস) রবিবার দুপুরে হস্তান্তর করা হয়েছে। মেয়র আ জ ম নাছির উদ্দিন তার কার্যালয়ে এসব পিপিই গ্রহণ করেন। করোনা পরিস্থিতিতে কর্ণফুলীতে যাত্রী পারাপার বন্ধ করা হয়েছে। কর্ণফুলী নদী পথে যাত্রী পারাপার বন্ধের নির্দেশ প্রদান করেছ সিএমপি। তবে জরুরী খাদ্য ও ওষুধ নিয়ে নৌযান চলাচল করবে। চসিক জানিয়েছে, করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে চসিক পরিচালিত মেমন হাসপাতালের ইউনিট-২ প্রস্তুত করা হচ্ছে। ৫০ শয্যার এ হাসপাতালে প্রথম পর্যায়ে ৬টি আইসিইউ ভেন্টিলেটর বেড প্রস্তত করা হবে। পরবর্তীতে অবশিষ্ট বেডগুলো আইসোলেশন বেড হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া চসিক পরিচালিত ৪১ ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা সময়সূচী পরিবর্তন করা হয়েছে। সকাল ১০টা থেকে প্রতিদিন বিকেল ৩টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা প্রদান করা হবে। এদিকে, চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চলছে। রফতানির তুলনায় আমদানির পরিসংখ্যান বেশি। তবে বন্দরের শেড এলাকা থেকে কন্টেনার পরিবহন বন্ধ থাকায় প্রতিদিন সংখ্যা বাড়ছে। তবে ছুটিকালীন কন্টেনার পণ্য পরিবহন করা হলে কোন ধরনের জরিমানা না রাখার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফলে আমদানিকারকদের কেউ কেউ তাদের পণ্য সামগ্রী ছাড়িয়ে নিচ্ছে। তবে ট্রাক বা ট্রেইলরযোগে কন্টেনার পরিবহন হচ্ছে না। যেহেতু দেশজুড়ে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। পটুয়াখালী ॥ গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামে ৬৫ বছরের এক মহিলার লাশ করোনাভাইরাস প্রটোকল অনুযায়ী রবিবার দুপুরের দিকে দাফন করা হয়েছে। দাফনের আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ্যাম্বুলেন্সযোগে বাড়ি আসার পথে বরিশাল-পটুয়াখালী সড়কে ওই মহিলার মৃত্যু হয়। মহিলার ছেলের বউ ও নাতিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। পারিবারিক সূত্রে বলা হয়েছে, ওই মহিলা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। দিন কয়েক ধরে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এদিকে গলাচিপা পৌর এলাকার আরেকজনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম বলেন, মৃত মহিলার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। ওই মহিলার সঙ্গে থাকা ছেলের বউ ও নাতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
×