ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুর জেলা ও মাদারীপুরের দুটি উপজেলা লকডাউন

প্রকাশিত: ১১:২৪, ১৩ এপ্রিল ২০২০

  লক্ষ্মীপুর জেলা ও মাদারীপুরের দুটি উপজেলা লকডাউন

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে দেশের বিভিন্ন জেলায় রবিবার সন্ধ্যা পর্যন্ত যাদের শরীরে করোনার নক্ষণ পাওয়া যায়নি তাদের কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। এছাড়া করোনা সন্দেহে অনেক বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। এছাড়া করোনার কারণে অনেককে আইসোলেশনে নেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া করোনা সংক্রমণে রাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং মাদারীপুরে কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ সারাদেশে প্রাণঘাতী করানাভাইরাস সংক্রমণের কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, আবাসিক হল ও অফিসসমূহ বন্ধ থাকব। জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এসব তথ্য জানান। সিরাজগঞ্জ ॥ নারায়ণগঞ্জ থেকে আব্দুর রহিম (৫০) নামে এক পোশাক শ্রমিকের লাশ এনে শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গার গ্রামে গভীর রাতে গোপনে দাফনের চেষ্টা কালে গ্রামবাসী বাধা দিলে পরে লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বরিশাল ॥ নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের ৩নং গলির জামে মসজিদ সংলগ্ন ইঞ্জিনচালিত রিক্সাচালক মিন্টুর বাসায় নারায়নগঞ্জ থেকে আসা নিকটতম আত্মীয় আশ্রয় নেয়ার কারনে এলাকার ভিতরে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পরেছে। কাউনিয়া থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা ওই এলাকা পরিদর্শন করে নিজ ঘরে অবস্থান করার জন্য তাদের সতর্ক করে দিয়েছেন। ভোলা ॥ ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে এসে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে পরে এমন আশঙ্কায় চরফ্যাশনের আরও ১০ বাড়ি লকডাউন করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ এসব বাড়ি লকডাউন করে দেন। এ ১০ বাড়ি নিয়ে এ পর্যন্ত ৭৯ বাড়ি লকডাউন করা হয়েছে। এইসব বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। বাড়ির সদস্যদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। লক্ষ্মীপুর ॥ করোনাভাইরাস ঝুঁকি এড়াতে লক্ষ্মীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউনে থাকবে লক্ষ্মীপুর। ঘোষনা অনুযায়ী সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। কোন মানুষ জেলার বাইরে যেতে পারবে না আবার বাইরে জেলার কোন মানুষ লক্ষ্মীপুরে প্রবেশ করতে পারবে না। গাজীপুর ॥ গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ১১ জনসহ রবিবার পর্যন্ত মোট ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঘটনায় জেলা সিভিল সার্জন ও তার অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ ১৭০জনকে রবিবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন। গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান জানান, ঠা-া ও জ্বরের উপসর্গ থাকায় সিভিল সার্জন অফিসের নৈশ প্রহরী আসাদুজ্জামানকে ১৭দিন তার গ্রামের বাড়ি কাপাসিয়ায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ না থাকায় বুধবার তিনি অফিসে ফিরে আসেন। তবে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। শনিবার তার ওই নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। তাকে তাৎক্ষণিক ভাবে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিটি অফিসে অন্যদের সংস্পর্শে আসায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সিভিল সার্জন এবং তার অফিসের ইপিআই সুপারিন্টেনডেন্ট, জেলা স্যানেটারি ইন্সপেক্টর (ডিএসআই) ও প্রধান অফিস সহকারি (ইউডিএ) সহ ১৩জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাদারীপুর ॥ কালকিনি ও রাজৈর উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় রবিবার দুপুর থেকে উপজেলা দুটিকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। লকডাউন চলাকালীন সময় ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত শুধু কাঁচা বাজার খোলা থাকবে। ওষুধসহ জরুরী সেবা যথারীতি চালু থাকবে। এছাড়া শিবচর উপজেলা গত ১৯ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছে। মাদারীপুরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। রবিবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে রাজৈরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ১৪৬৬ জন। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। যার মধ্যে ৭৬ জনের রিপোর্টে পাওয়া গেছে। এর মধ্যে মোট ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে শনিবার বিকেলে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। নীলফামারী ॥ ডেঞ্জারজোন হিসেবে পরিচিত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে নীলফামারীর অনেক বাসিন্দা গ্রামের বাড়িতে আসায় করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে নীলফামারী জেলার ২০ লাখ মানুষ। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। রবিবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর অসংখ্য মানুষ নীলফামারীর গ্রামের বাড়িতে ছুটে আসছেন। এ পর্যন্ত ৯৫১ জনকে চিহিৃত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপশি হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ির সামনে লাল পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। ঢাকা নারায়ানগঞ্জ ও গাজীপুর থেকে এমন তিনজনের শরীরের করোনাভাইরাস চিহিৃত হওয়ায় তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ রণজিৎ কুমার বর্মন জানান, এ পর্যন্ত ১০৩ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনজনের করোনা রোগের পজেটিভ পাওয়া গেছে।
×