ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ ও গাজীপুরে উত্তেজনা

সাভারে বকেয়া বেতনের দাবিতে ১১ কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ১১:২২, ১৩ এপ্রিল ২০২০

 সাভারে বকেয়া বেতনের দাবিতে  ১১ কারখানায় শ্রমিক বিক্ষোভ

সংবাদদাতা, সাভার, ১২ এপ্রিল ॥ সাভার ও আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়কে নেমে ও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ১১ পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার সকালে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রাকিব এ্যাপারেলস লিমিটেড, ওলাইল এলাকার জয়েন্ট টেক্স নীটওয়্যার, ফুলবাড়িয়ার আরএমজি সোয়েটার, রাজাসনের এপি ফ্যাশন লিমিটেড ও আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় অবস্থিত সুরাইয়া ফ্যাশন, জামগড়া এলাকায় পাইওনিয়ার ক্যাজুয়াল লিমিটেড, কবিরপুরে তোয়া-হা টেক্সটাইল লিমিটেড, জিরাবোতে ফাইভ এফ এপ্যারেলস লিমিটেড ও গ্লোরিয়া সান ফ্যাশান লিমিটেড, খেজুরবাগান এলাকার ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, নরসিংহপুরে ইথিক্যাল গার্মেন্টসহ মোট ১১ কারখানার কয়েক হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। সাভারের রাকিব এ্যাপারেলস লিমিটেড কারখানার পক্ষ থেকে রবিবার বেতন দেয়ার কথা থাকলেও বেতন না দেয়ায় কারখানার প্রায় ২০০ শ্রমিক কারখানার সামনে অবস্থান করে। পরে ২৫ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা চলে যায়। অন্যদিকে জয়েন্ট টেক্স ও আরএমজি সোয়েটার কারখানার শ্রমিকরা মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এবং রাজাসনের ‘এপি ফ্যাশন লিমিটেড’ কারখানার প্রায় ৩০০ শ্রমিক বেতনের দাবিতে আন্দোলন করলে মালিক কারখানার মেশিনারিজ বিক্রি করে আগামী ২০ এপ্রিল তাদের বেতন পরিশোধ করবে। এমন আশ্বাস দিলে শ্রমিকরা তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। অপরদিকে আশুলিয়ার সুরাইয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা ফেব্রয়ারি মাসের অর্ধেক এবং মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এছাড়া বকেয়া বেতন ভাতার দাবিতে ফাইভ এফ এপ্যারেলস লিমিটেডের ১৮০০ শ্রমিক টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে অবস্থান করে বিক্ষোভ করে। এদিকে গ্লোরিয়া সান ফ্যাশন লিমিটেড কারখানার ২৫০ শ্রমিক, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড কারখানার ৭০০ শ্রমিক, জামগড়া পাইওনিয়ার ক্যাজুয়াল লিমিটেড কারখানার ৮০০ শ্রমিক ও তোয়া-হা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। এছাড়া ইথিক্যাল গার্মেন্টসের প্রায় হাজার শ্রমিক কারখানা সামনে অবস্থান নিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ১৫ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দেয়। শ্রমিকরা জানান, বেতন-ভাতার জন্য কারখানার মালিকরা আমাদের আর কত ঘোরাবে। কতদিন হলো এ সমস্যা তৈরি হয়েছে। বেতন-ভাতা না পেয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। খেয়ে না খেয়ে দিন পার করছি আমরা। এ মুহূর্তে আমাদের বেতন খুব প্রয়োজন। বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড শিল্পশ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, সরকার শ্রমিকদের জন্য যে প্রণোদনা ঘোষণা করেছে সে প্রণোদনার শ্রমিকদের দেয়ার জন্য প্রক্রিয়া চলছে। তবে বেতন কখন পাবে সেটা বলা হচ্ছে না। তাই সরকারে কাছে অনুরোধ করছি শ্রমিকদের বেকয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করা হয়। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে বেশকিছু গার্মেন্টস কারখানায় শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকদের বেতন না দিয়ে ছাঁটাইয়ের প্রতিবাদে রবিবার দুপুরে নগরীতে লকডাউন ভেঙে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শ্রমিকরা ফতুল্লা কায়েমপুর এলাকায় অবস্থিত ফকির নিট গার্মেন্টস কারখানায় শিক্ষানবিশ তিন শতাধিক শ্রমিককে বেতন দেয়ার পর তাদের চাকরি থেকে ছাঁটাই করে দেয়ার অভিযোগ করেন। এর প্রতিবাদে শ্রমিকরা নগরীর চাষাঢ়া এলাকায় বিক্ষোভ করে। এদিকে সিদ্ধিরগঞ্জের মুনলাক্স এ্যাপারেলস ও আরএজেড গার্মেন্টস কারখানায় শ্রমিকরা বেতন দাবিতে জড়ো হয়। কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি এ কারণে শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারেনি। গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছেন ১৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। এই আশ্বাসে শ্রমিকরা বাসায় চলে যান। গাজীপুর ॥ গাজীপুরে লকডাউনের নিয়ম ভেঙ্গে রবিবার ছয় পোশাক কারখানার শ্রমিক তাদের বেতন ভাতা পরিশোধের দাবিতে পৃথকভাবে বিক্ষোভ ও সমাবেশ করেছে। এ সময় তারা অবস্থান ধর্মঘট ও পৃথক কয়েকটিস্থানে মহাসড়ক-সড়ক অবরোধ করেছে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ও স্থানীয়রা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিজিএমইএ’র আহবানে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা পর্যায়ক্রমে দু’দফায় ছুটি দিয়ে বন্ধ রাখা হয়েছে। তবে ছুটি ঘোষণার বাধ্যবাধকতা না থাকায় করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও প্রথম থেকেই গাজীপুরের আড়াই শতাধিক পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম কর্তৃপক্ষ নিজ দায়িত্বে চালু রাখে। টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ॥ নিজস্ব সংবাদদাতা, টঙ্গী থেকে জানান, টঙ্গীতে প্রশাসনের লকডাউন ভেঙ্গে রবিবার কয়েকটি গার্মেন্টসে মাসিক বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানা গেটগুলোর সামনে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। করোনা সময়ে অনেক শ্রমিকের চাকরির বয়স ৩ মাস পার না হওয়ায় বেতনভাতা পরিশোধ না করে তাদেরও চাকরি থেকে চাকরিচ্যুতির নোটিস কারখানাগুলোর গেটে ঝুলিয়ে রাখায় গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। টঙ্গীর আউচপাড়া খাঁপাড়া রোডের এসআরপি এবং গাজীপুরার মিক সুয়েটার কারখানার শ্রমিকরা তাদের বেতনভাতা পরিশোধের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করে।
×