ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি ও যুক্তরাষ্ট্রে করোনায় আরও ২১ বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ১১:২০, ১৩ এপ্রিল ২০২০

 সৌদি ও যুক্তরাষ্ট্রে  করোনায় আরও  ২১ বাংলাদেশীর  মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও ১০ প্রবাসী বাংলাদেশী এবং যুক্তরাষ্ট্রে একদিনে ১১ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন ১০ জন। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে ১২২ জন বাংলাদেশী মারা গেল। এছাড়া দেশটিতে কমপক্ষে আরও তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী করোনাভারাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা। খবর ওয়েবসাইটের। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট শনিবার এসব হালনাগাদ তথ্য জানানো হয়েছে। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৩৩ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৩৫ জন নিয়ে মোট ৭২০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৫ মার্চ থেকে শপিংমল, সরকারী-আধা সরকারী ও বেসরকারী অফিস-আদালত বন্ধ রয়েছে। সৌদি আরবের বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টা কার্ফু বলবৎ থাকায় দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এছাড়া দেশটিতে অবস্থানরত হাজার প্রবাসী বেকার জীবন নিয়ে শঙ্কা ও হতাশায় দিনাতিপাত করছেন। দেশটির জনগণের পাশাপাশি বাসায় বসে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন প্রায় ২০ লাখ প্রবাসী বাংলাদেশী। এদিকে শনিবার নিউইয়র্ক শহরেই করোনাভাইরাসে দুই নারীসহ ৭ বাংলাদেশীর মৃত্যু হয়। তারা হলেন পুলিশের ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহর বাবা খন্দকার সাদেক, নিউইয়র্ক ট্রাফিক পুলিশের সদস্য জয়দেব সরকার (৫৫), শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা খন্দকার মোসাদ্দেক আলী, আসাদুজ্জামান লালা, দেওয়ান আফজাল চৌধুরী, শারমীন আহমেদ চৌধুরী নীলা (৫২), ষাটোর্ধ আজিজুন্নেসা। এছাড়া নিউইয়র্কের আপস্টেট বাফেলো সিটিতে মারা গেছেন আরও দুজন। তারা হলেন- মোহাম্মদ জাকির (৩৮) ও সামসুস জহির (৪০)। অপরদিকে নিউইয়র্ক সিটির পাশের শহর লং আইল্যান্ডের বাসিন্দা সিলেটের একটি চা বাগানের সাবেক জেনারেল ম্যানেজার এ জামান (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একইদিন নিউইয়র্কের বাইরে মেরিল্যান্ডে প্রথম করোনায় মারা যান এক বাংলাদেশী চিকিৎসক। নাম ডাঃ আব্দুল মান্নান (৮০)।
×