ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মাশরাফি

প্রকাশিত: ১১:১৯, ১৩ এপ্রিল ২০২০

  প্রধানমন্ত্রীর সঙ্গে  ভিডিও কনফারেন্সে  মাশরাফি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১২ এপ্রিল ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও এর প্রতিরোধ বিষয়ে নড়াইলে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সদর হাসপাতালের জন্য আইসিইউ স্থাপনের দাবি জানালেন নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে এ দাবি জানান তিনি। এছাড়া নড়াইল জেলায় করোনাভাইরাস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার, নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আব্দুস শাকুর, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু প্রমুখ।
×