ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি ত্রাণ দিতে সেনাবাহিনী মোতায়েন চেয়েছে

প্রকাশিত: ১১:১৯, ১৩ এপ্রিল ২০২০

 বিএনপি ত্রাণ দিতে   সেনাবাহিনী  মোতায়েন  চেয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রাণ বিতরণে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। রবিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স করে দলের পক্ষে এ দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী দেশে গরিবের মুখের গ্রাস কেড়ে নেয়ার মহোৎসব চলছে অভিযোগ করে বলেন, যারা গরিবের হক মেরে খায় তারা দেশ ও মানবতার শত্রু। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয়। এক্ষেত্রে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। এ মতাবস্থায় অবিলম্বে ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দ্রুততার সঙ্গে পরিচালনার দাবি জানাচ্ছি। রিজভী বলেন, দেশে করোনাভাইরাসের রোগী যত শনাক্ত হচ্ছে বা ধরা পড়ছে তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ছে। এ পরিস্থিতিতে রাজনীতি ও ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার চেয়েও আমরা বেশি শক্তিশালী। সেটিই প্রমাণিত হলো করোনা রোগী যত শনাক্ত হচ্ছে বা ধরা পড়ছে, তার চেয়েও বেশি ত্রাণের চাল চোর ধরা পড়ায়। রিজভী বলেন, যেভাবে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ডাক্তারদের সঙ্গে বিত-া পরিহার করে জরুরীভিত্তিতে হাসপাতাল, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিশ্চিত করতে হবে। আমি বলতে চাই, সবচাইতে বিপজ্জনক পরিস্থিতিতে ডাক্তার-নার্সরা মানবতার পক্ষে কাজ করছেন। তারা হাসপাতালে যে ডিউটি দেন, সেই ডিউটি শেষ করে যাতে তাদের থাকার জায়গা নিশ্চিত করা হয়। রুহুল কবির রিজভী বলেন, দেশের বড় বড় যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে যদি তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয় তাহলে সেখানে তারা প্রয়োজনীয় যেসব পোশাক পরেন তা জীবাণুনাশক করে কাজে যেতে পারেন। ওই পোশক নিয়ে বাড়িতে ফিরে আসলে নানাভাবে পরিবারের সদস্যরা সংক্রমিত হতে পারে। তাই বিভিন্ন হোটেলে ডাক্তার-নার্সদের থাকার সুব্যবস্থা করা দরকার। এছাড়া হোটেলগুলোতে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থাও সরকারেরই করা উচিত।
×