ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশ থেকে করোনা নিয়ে অপপ্রচার চলছেই

প্রকাশিত: ১১:১৮, ১৩ এপ্রিল ২০২০

 বিদেশ থেকে করোনা নিয়ে অপপ্রচার চলছেই

ফিরোজ মান্না ॥ বিদেশ থেকে বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে অপপ্রচার চলছেই। কর্তৃপক্ষ এসব ‘ভুয়া’ পোর্টাল বন্ধের চেষ্টা করে যাচ্ছে। অল্পসংখ্যক পোর্টাল ইতোমধ্যে বন্ধও করাও হয়েছে। বাকি পোর্টালগুলো বন্ধ করার জন্য বিটিআরসির কাছে তালিকা দিয়েছে পুলিশ। ওই সব পোর্টালে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কয়েক লাখ বলে উল্লেখ করেছে। আর মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সরকার আক্রান্ত ও মৃতের সংখ্যা আড়াল করে যাচ্ছে। এমন গুজব ছড়িয়ে দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। সরকার বিরোধী এক শ্রেণীর মানুষ এসব খবর মানুষের মধ্যে প্রচার করে যাচ্ছে। সাধারণ মানুষ ওই অপপ্রচারকারীদের কথাই বিশ্বাস করছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অপপ্রচার পরিকল্পিতভাবে করা হচ্ছে। একটি গোষ্ঠী রাজনৈতিক ‘এজেন্ডা’ বাস্তবায়ন করছে। অপপ্রচারকারী পোর্টাল ও ফেসবুক আইডি চিহ্নিত করার কাজ পুরো দমে চলছে। এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চালানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। গুজব ছড়ানোয় দায়ে ৫০টি সোশ্যাল মিডিয়া এ্যাকাউন্ট বন্ধ করার জন্য বিটিআরসির কাছে অনুরোধ জানিয়েছে পুলিশ। পুলিশের দেয়া তালিকা অনুযায়ী বিটিআরসি সোশ্যাল মিডিয়ার সাইটগুলো বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গুজব ছড়ানোর সঙ্গে জড়িত আরও ৮২টি সোশ্যাল মিডিয়া এ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে। ১৫০টি পেজ ও সাইটের ওপর পুলিশ নজর রাখছে। পুলিশ এসব মিডিয়ার আইডি খুঁজে বের করার কাজ করে যাচ্ছে। তাদের আইডি খুঁজে পেলেও এগুলো বন্ধ করার জন্য তালিকা দেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে। গত দুই সপ্তাহে সারাদেশে গুজব ছড়ানো ২০ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সূত্র জানিয়েছে, ‘এখন সময়’ নামে একটি অনলাইনে কথিত জাতিসংঘের একটি গোপন নথির বরাত দিয়ে, করোনায় বাংলাদেশে সম্ভাব্য মারা যাওয়ার ‘একটি সংখ্যা’ উল্লেখ করা হয়েছে। পোর্টালটিতে যে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা নিয়ে বলা হয়েছে কয়েক হাজার। অনলাইন নিউজ পোর্টালটির এডিটর হিসাবে কাজী শামসুল হক ও ম্যানেজার ফারহানা চৌধুরীর নাম উল্লেখ আছে। পোর্টালটির ঠিকানা উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের জ্যাকশন হাইটস। আরও একটি নিউজ পোর্টালে অপপ্রচার চালানো হয়। ওই পোর্টালে উল্লেখ করা হয় একদল বাংলাদেশী ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষকদের পূর্বাভাস প্রতিবেদনে জাতিসংঘের এই প্রতিবেদনের (কথিত) সম্ভাব্য মৃত্যুর সংখ্যা কয়েক হাজার। অনলাইনটির অফিসের ঠিকানাও যুক্তরাষ্ট্র উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে সাইটটি বর্তমানে বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে তাদের ফেসবুক পেজটিও। ‘বিডি করোনা ডট ওয়ার্ডপ্রেস’ নামের একটি সাইট থেকে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর নিউজ পোস্ট করা হয়েছে। সেখানে ‘বাংলাদেশে কোভিড-১৯’র বেসরকারী মৃত্যুসমূহ’ নামে একটি সংবাদ ছাপা হয়। যদিও সংবাদটির সঙ্গে বাংলাদেশের করোনা বিষয়ক তথ্য সরবরাহের মুখপাত্র আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) তথ্যের কোন মিল নেই। পোর্টালগুলো মৃত্যু নিয়ে যেমন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তেমনি আক্রান্ত নিয়েও মিথ্যা তথ্য প্রচার করে বাংলাদেশের জনসাধারণকে বিভ্রান্ত করছে। তারা বলছে, বাংলাদেশে কয়েক লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে কথিত অনলাইন নিউজ পোর্টালগুলোসহ কমপক্ষে ৫০টি ফেসবুক আইডি, পেজ ও ইউটিউব চ্যানেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা নিয়ে নানা রকমের গুজব ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। একটি চক্র করোনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটছে। নানা ধরনের মিথ্যাচার ও গুজব রটিয়ে সাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে।
×