ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারের নির্দেশ মেনে চলুন, ঘরে থাকুন

করোনাঝুঁকি হ্রাসে ১শ’ ৪৮ কিমি এলাকায় জীবাণুনাশক স্প্রে

প্রকাশিত: ১১:১৭, ১৩ এপ্রিল ২০২০

করোনাঝুঁকি হ্রাসে ১শ’ ৪৮ কিমি এলাকায়  জীবাণুনাশক স্প্রে

খোকন আহম্মেদ হীরা ॥ করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর প্রধান কারণ হচ্ছে মানুষের সংস্পর্শ। একজন মানুষের কাছ থেকে অন্য মানুষের সংস্পর্শে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। সরকার করোনাভাইরাস সংক্রমণ এড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের একার পক্ষে করোনা মোকাবেলা করা সম্ভব নয়; এজন্য সরকারের নির্দেশ মেনে চলা এবং ঘরে থাকার পাশাপাশি সকলকে একযোগে এগিয়ে আসতে হবে জানিয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করা হয়। গত ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় একযোগে ১১.৫ বর্গ কিলোমিটারের গৌরনদী পৌরসভাসহ ১৪৭.৮৯ কিলোমিটার (৫৭.১০ বর্গমাইল) উপজেলার সাতটি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ হাট-বাজারে দিনভর জীবাণুনাশক স্প্রে করা (ছিটানো) হয়েছে। উপজেলা প্রেসক্লাবের পেশাদার ২১ সাংবাদিক সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচীতে অশংগ্রহণ করেন। সকাল দশটায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সামনে থেকে কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক পরামর্শ সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সিনিয়র সদস্য জহুরুল ইসলাম জহির ও সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ ও সহসম্পাদক মোহাম্মদ আলী বাবু বলেন, সড়কপথে বরিশাল বিভাগে প্রবেশের প্রথম উপজেলা গৌরনদী। এ উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ঢাকা-বরিশাল মহাসড়ক ও টরকী-ঢাকা নৌরুট। বর্তমানে এসব রুট দিয়ে দূরপাল্লার যানবাহন ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকলেও বিভিন্ন অঞ্চল থেকে স্বল্প পরিসরে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করছে। এ উপজেলার উত্তরে ও পূর্বের একাংশে মাদারীপুরের কালকিনি উপজেলা, পূর্বে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা, দক্ষিণে উজিরপুর এবং পশ্চিমে আগৈলঝাড়া উপজেলার অবস্থান। তারা আরও জানান, পার্শ¦বর্তী মাদারীপুর জেলায় করোনাঝুঁকি থাকায় অনেক আগেই মাদারীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এরপর মাদারীপুরের কালকিনি উপজেলার সদ্য দেশে ফেরা অসংখ্য প্রবাসীসহ বাসিন্দারা গৌরনদীতে অবাধে যাতায়াত করতে থাকেন। এছাড়া সরকারী ছুটি ঘোষণার পর পরই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে গৌরনদী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে কয়েক হাজার মানুষ এসেছেন। এছাড়া অসংখ্য প্রবাসীরাও দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। উপজেলা প্রেসক্লাবের সহ-দফতর সম্পাদক প্রেমানন্দ ঘরামী বলেন, গৌরনদীর সঙ্গে কালকিনি উপজেলার সহজ যোগাযোগ মাধ্যম পালরদী নদীর টরকী বন্দরের ব্রিজসহ সকল খেয়াঘাট ও ১২টি অভ্যন্তরীণ সড়ক বন্ধ করেছে প্রশাসন। তারপরও কৌশলে কালকিনি উপজেলার লোকজনে সড়ক পথে ভূরঘাটা হয়ে গৌরনদীতে যাতায়াত করছেন। ফলে এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেন, প্রশাসনের কঠোর নির্দেশের পরেও বিভিন্ন অজুহাতে গৌরনদীতে বহিরাগত মানুষের সমাগম কমছেনা। তাই গৌরনদীর মধ্যদিয়ে বয়ে যাওয়া বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভূরঘাটা বাসটার্মিনাল, ইল্লা, বার্থী, কটকস্থল, নীলখোলা, টরকী বন্দর ও বাসস্ট্যান্ড, কসবা, গৌরনদী বন্দর, উপজেলা পরিষদ ও বাসস্ট্যান্ড, আশোকাঠী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাছেমাবাদ, মাহিলাড়া, বাটাজোর বাসস্ট্যান্ডসহ উপজেলার খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, মাহিলাড়া, নলচিড়া, বাটাজোর ও সরিকল ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট ও বাজারে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এছাড়া হাট ও বাজারে উপস্থিতদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করাসহ করোনাভাইরাস মুক্ত থাকার জন্য সাবান দিয়ে বার বার হাত ধোয়া এবং সরকারের নির্দেশ মেনে চলার জন্য সচেতন করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা বলেন, আদমশুমারি অনুযায়ী গৌরনদী উপজেলার মোট জনসংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৮৬ জন। সম্প্রতি এ উপজেলায় অসংখ্য প্রবাসী দেশে ফিরে আসাসহ করোনায় ঝুঁকিপূর্ণ প্রতিবেশী কালকিনি উপজেলাবাসীর অবাধে গৌরনদীতে চলাফেরার বিষয়টি উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের ভাবিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় সচেতনতাই করোনা থেকে মুক্তি মেলবে এমন শপথ নিয়ে করোনাভাইরাস দূর করতে প্রশাসনের পাশাপাশি পুরো উপজেলাকে সুরক্ষায় রাখতে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে একযোগে জীবাণুনাশক স্প্রে ও পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। দিনভর এ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, সাংবাদিক জিএম জসিম হাসান, উপজেলা প্রেসক্লাবের সদস্য পার্থ হালদার, এইচএম মোশারফ হোসেন, মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, আরেফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী ও মাসুদ সরদার। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইসরাত জাহান বলেন, পুরো উপজেলাকে সুরক্ষায় রাখতে একযোগে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে জীবাণুনাশক স্প্রে করার জন্য উপজেলা প্রেসক্লাবের এমন মহতী উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। এরই মাধ্যমে তারা (উপজেলা প্রেসক্লাবের সদস্যরা) প্রমাণ করে দিয়েছেন, সত্যিকারভাবে তারা দেশকে কত ভালবাসেন।
×