ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শরীফ

প্রকাশিত: ১১:০১, ১৩ এপ্রিল ২০২০

  সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শরীফ

মোঃ মামুন রশীদ ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে স্থবির পুরো বিশ্ব। সেই স্থবিরতার মাঝে এখন ঘরে বসেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররাও। বাংলাদেশেও সব ধরনের ক্রিকেট কর্মকা- স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে থেকেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ শরীফ। ২০০১ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা শরীফের ক্যারিয়ার থেমে গিয়েছিল ২০০৭ সালেই। এরপর থেকে আর জাতীয় দলে খেলা হয়নি ১০ টেস্ট, ৯ ওয়ানডে খেলা শরীফের। কিন্তু চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে সব ফরমেটে খেলা। অবশেষে ৩৪ বছর বয়সে এসে সিদ্ধান্ত নিলেন অবসরের। তবে পরিস্থিতি ভাল হলে যদি স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) আবার শুরু হয়, সেক্ষেত্রে একটি ম্যাচ খেলেই অবসর নেবেন বলে জানিয়েছেন। আর যদি ডিপিএল আর না হয় এ বছর তবে আর মাঠে না নেমেই ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে তার। ২০০১ সালের এপ্রিলে জিম্বাবুইয়ে সফরে ওয়ানডে ও টেস্ট অভিষেক হয় শরীফের। ৭ এপ্রিল হারারেতে ওয়ানডে অভিষেক আর ১৯ এপ্রিল বুলাওয়েতে টেস্ট অভিষেক। মাত্র ১৫ বছর ১২৮ দিন বয়সে টেস্টে নেমে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে অভিষেকের রেকর্ড গড়েছিলেন শরীফ। অথচ মাত্র ৪ মাস আগেই (২০০০ সালের নবেম্বর) প্রথম শ্রেণীর ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল তার। সেই অভিষেকে নিয়েছিলেন ৪ উইকেট যার মধ্যে ছিল দেশসেরা দুই ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ও আকরাম খানের নাম। অভিষেক মৌসুমে ৪৯ উইকেট শিকার করেছিলেন বলেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। সবমিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩২ ম্যাচে ৩৯৩ উইকেট, ১৫ বার ৫ উইকেট, পেস বোলিংয়ে দুটিই বাংলাদেশের রেকর্ড। তার চেয়ে বেশি ম্যাচও (১৩২) খেলেনি বাংলাদেশের কোন পেসার। লিস্ট ‘এ’, প্রথম শ্রেণী, দুটিতেই করেছেন হ্যাটট্রিক। ব্যাট হাতেও বরাবরই ছিলেন লড়িয়ে। করেছেন ৩ হাজার ২২২ রান। ১টি সেঞ্চুরি ও ১০ হাফসেঞ্চুরি বুঝিয়ে দেয় ব্যাট হাতেও সমান পারঙ্গম তিনি। তার প্রমাণ আন্তর্জাতিক ক্রিকেটেও বিভিন্ন সময়ে দিয়েছিলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১৯ ম্যাচে ১০২৯ রান ও ১৮৫ উইকেট এবং যে কোন টি২২০ ক্রিকেটে ২২ ম্যাচে ৬৮ রান ও ১১ উইকেট রয়েছে। ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি হারারেতেই সর্বশেষ ওয়ানডে খেলেছেন জিম্বাবুইয়ের বিরুদ্ধে। একই বছর ৩ জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বশেষ টেস্ট। আর ফেরা হয়নি। চেষ্টা করতে করতে হাল ছেড়ে দিয়েছিলেন, চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। অবশেষে ২০ বছরের সেই পথচলা থামিয়ে দিলেন। অবসর ঘোষণা দিয়ে শরীফ বলেন, ‘সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। অনেক বছর ক্রিকেট খেলায় সবাই বলছে মাঠ থেকেই বিদায় নিতে। প্রিমিয়ার লীগে একটি ম্যাচ খেলে যেন বিদায় নিই, অনেকেই এমন চান। পরিস্থিতি ভাল হলে প্রিমিয়ার লীগে একটা ম্যাচ খেলে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়ে নেব। এ বছর মনে হয় না লীগ আর হবে। সেক্ষেত্রে খেলারও আর সুযোগ নেই। এ ছাড়া কাঁধেও একটি ইনজুরি আছে। এ বছর আর ম্যাচ নাও খেলা হতে পারে। সব মিলিয়েই আর কি অবসরের সিদ্ধান্ত নেয়া।’ বাংলাদেশের হয়ে ১০ টেস্টে ১৪ উইকেট এবং ৯ ওয়ানডেতে ১০ উইকেটের মালিক ডানহাতি এই পেসার। এছাড়া ওয়ানডেতে ৫৩ ও টেস্টে ১২২ রান করেছেন।
×