ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেডারেশন সভাপতি হতে চান বাইচুং

প্রকাশিত: ১১:০১, ১৩ এপ্রিল ২০২০

 ফেডারেশন সভাপতি হতে চান বাইচুং

স্পোর্টস রিপোর্টার ॥ ভবিষ্যতে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে কি বসতে চান বাইচুং ভুটিয়া? গতকাল এক সাক্ষাতকারে পাহাড়ী বিছে বলেন, এ ব্যাপারে আমি ভবিষ্যতে নিশ্চয়ই চিন্তাভাবনা করব। উল্লেখ্য, ২০১১ সালে ফুটবল থেকে অবসর নিয়েছেন বাইচুং ভুটিয়া। তারপর পেরিয়ে গেছে প্রায় এক দশক। তারপর ফুটবল প্রশাসন ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখেন বাইচুং। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে আবার ফুটবল প্রশাসনের ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এআইএফএফের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসার ইচ্ছার মধ্যে দিয়ে কি আরও একবার সেই ইঙ্গিত দিলেন বাইচুং? এদিন ফেসবুকে এক প্রশ্নোত্তর পর্বে ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারটি বলেন, এই মুহূর্তে আমার ফুটবল স্কুল ও সিকিম ফুটবলের গ্রাস রুট লেভেল উন্নয়নের কথা ভাবছি। ভবিষ্যতে অবশ্যই ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করব। উল্লেখ্য, এআইফএফ প্রেসিডেন্টের পদে দাঁড়ানোর জন্য বাইচুংকে বেশ শর্ত পূরণ অবশ্যই করতে হবে। ২০০৮ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি আচমকা অসুস্থ হয়ে যাওয়ার পর ভারতীয় ফুটবল ফেডারেশনের হাল ধরেন প্রফুল্ল প্যাটেল। তারপর ২০১২ ও ২০১৬ সালে তিনি ফেডারেশনের সভাপতি পদে নির্বাচিত হন। এ বছর কেন্দ্রীয় ক্রীড়ানীতি অনুযায়ী এই পদে তার পুনরায় বসা খুবই কঠিন। ঠিক সেই কারণে ভারতীয় ফুটবল মহলের একাংশ বাইচুংকে ওই চেয়ারে দেখার আশায় বুক বাঁধছে। ৪৩ বছর বয়সী বাইচুং ভারতের প্রথম ফুটবলার হিসেবে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই মুহূর্তে তার চোখে ভারতের সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রী।
×