ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেতন নিতে শ্রমিকদের নতুন ৬ লাখ এ্যাকাউন্ট

প্রকাশিত: ১০:০৮, ১৩ এপ্রিল ২০২০

 বেতন নিতে শ্রমিকদের নতুন ৬ লাখ এ্যাকাউন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। যার প্রভাব পড়েছে দেশের প্রধান রফতানি খাত পোশাকশিল্পে। তাই এই পোশাক শিল্পের শ্রমিকদের বাঁচাতে ৫ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা তহবিল ঘোষণা করেছে সরকার। যে টাকা সরাসরি ব্যাংক থেকে শ্রমিক কর্মচারীদের এ্যাকাউন্টে যাবে। তাই সকল শ্রমিককে ব্যাংক এ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস একাউন্ট করার জন্য বলা হয়েছে। রবিবার পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত বিভিন্ন মোবাইল আর্থিক সেবা সংস্কার ৬ লাখ ৫ হাজার নতুন এ্যাকাউন্ট করা হয়েছে। যার মধ্যে মোবাইল আর্থিক সেবা সংস্থা ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠান বিকাশের এ্যাকাউন্ট হয়েছে ৩ লাখ ৬০ হাজার। ডাচ বাংলা ব্যাংকের রকেট এ্যাকাউন্ট হয়েছে ১ লাখ ৬০ হাজার এবং ডাক বিভাগের নগদ একাউন্ট হয়েছে ৮৫ হাজার। গত ৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, মার্চ মাসের বেতন পরিশোধের জন্য রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের আগামী ১৪ দিনের মধ্যে মোবাইল এ্যাকাউন্ট খোলার জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রফতানীমুখী শিল্পকে সচল রাখতে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা এবং বেতন-ভাতাদি মোবাইলে পৌঁছে দেওয়ার লক্ষে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। ঐ সার্কুলারে বলা হয়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের মোবাইল এ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে।
×