ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রণোদনা চান খেলনা শিল্পের উদ্যোক্তারা

প্রকাশিত: ১০:০৬, ১৩ এপ্রিল ২০২০

 প্রণোদনা চান খেলনা শিল্পের উদ্যোক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পহেলা বৈশাখসহ এ মৌসুমের বিভিন্ন ধরনের বাণিজ্যমেলাকে কেন্দ্র করেই খেলনা তৈরি করেন দেশী খেলনা প্রস্তুতকারকরা। ভয়াবহ করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মুখে এ খেলনা বা টয় শিল্প। একদিকে বাজার হারানো, অন্যদিকে পুঁজির অনিশ্চয়তা দুয়ে মিলে লোকসানে এ খাতের হাজার কোটি টাকার বিনিয়োগ। প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থানের এই খাতকে টিকিয়ে রাখতে তাই সরকারের সহায়তা চায় টয় শিল্প খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ টয় মার্চেন্টস ম্যানুফেকচারার্স এ্যান্ড ইম্পোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ থেকে এ শিল্পের সহায়তায় তহবিল গঠনের দাবি জানান। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ সেক্টর এক হাজার কোটি টাকার মূলধন লোকসানের মুখে পড়বে। ফলে ব্যবসা টিকিয়ে রাখা কষ্টসাধ্য হবে বলে আমরা মনে করছি। এ খাতে প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ও অনুদান থেকে এ শিল্প খাতে সহায়তার তহবিল প্রদানের জন্য সহযোগিতা কামনা করছি। করোনায় জরুরী সেবা অব্যাহত রেখেছে বিএসটিআই ভোক্তার হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেয়া নিশ্চিত করতে জরুরী সেবা অব্যাহত রেখেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ¯ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিশেষ করে বিদেশ থেকে যাতে নিম্নমানের পণ্য আমদানি করা না যায় এবং আমদানিকারকগণ যাতে কোন ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়টি বিবেচনায় রেখে জরুরী কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
×