ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউরিয়া সার পৌঁছে দিতে বিসিআইসি প্রতিশ্রুতবদ্ধ

প্রকাশিত: ১০:০৫, ১৩ এপ্রিল ২০২০

 ইউরিয়া সার পৌঁছে দিতে বিসিআইসি প্রতিশ্রুতবদ্ধ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) রাষ্ট্রেও একমাত্র ইউরিয়া সার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষককে যথাসময়ে ইউরিয়া সার পৌঁছে দিতে বিসিআইসি প্রতিশ্রুতিবদ্ধ। করোনাভাইরাসজনিত উদ্ভূত মহামারী পরিস্থিতিতে মহামারী উত্তর সময়ে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী কৃষক পর্যায়ে সার, বীজ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেছেন। সেই বিবেচনায় করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে উৎপাদন সচল রাখা হয়েছে। বিসিআইসির ৬টি সার কারখানার মধ্যে ৩টি কারখানা বর্তমানে চলমান রয়েছে। অন্য ৩টি কারখানা সংক্ষিপ্ত নিয়মিত মেরামতি কাজ চলছে, খুব শীঘ্রই কারখানাগুলো চালু হবে। উল্লেখ্য, কোভিড-১৯ ভাইরাস প্রাদুর্ভাবের শুরুতেই বিসিআইসি প্রধান কার্যালয়ের নির্দেশনা ও সহযোগিতায় বিসিআইসির সকল কারখানা পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিং, মাস্ক এবং প্রয়োজিনীয় পিপিই সংগ্রহ করেছে। আশার কথা, এ পর্যন্ত বিসিআইসির কোন প্রতিষ্ঠানে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। -বিজ্ঞপ্তি
×