ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস পরীক্ষা হবে যবিপ্রবিতে

প্রকাশিত: ০৯:৫২, ১৩ এপ্রিল ২০২০

 করোনাভাইরাস পরীক্ষা হবে যবিপ্রবিতে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনাভাইরাস পরীক্ষার অনুমতি মিলেছে। যবিপ্রবি’র জিনোম সেন্টার গবেষণাগারটি করোনা পরীক্ষার মানসম্পন্ন দাবি করে কর্তৃপক্ষ এর আগে স্বাস্থ্যবিভাগকে অবহিত করেছিল। এরপর চিকিৎসকদের একটি দল গবেষণাগারটি পরিদর্শন করে স্বাস্থ্য বিভাগকে প্রতিবেদন দিলে অনুমিত মেলে। স্বাস্থ্যবিভাগ থেকে অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি বলেছেন, সোমবার থেকে তারা পরীক্ষা করতে অন্যান্য প্রস্তুতি নিচ্ছেন। একই তথ্য জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় কিট, পিপিই ও নমুনা সরবরাহ করা হলে তারা পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছেন।
×