ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে হচ্ছে আরেকটি ল্যাব

প্রকাশিত: ০৯:৫২, ১৩ এপ্রিল ২০২০

 রাজশাহীতে হচ্ছে  আরেকটি ল্যাব

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ করোনার নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে আরেকটি ল্যাব প্রস্তুত করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগের প্যাথলজি বিভাগে ল্যাবটি চালু করা হবে। ল্যাবের জন্য আরেকটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনেরও ব্যবস্থা হয়েছে। ল্যাবটি চালু করতে রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রোববার দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন। তার সঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানও উপস্থিত ছিলেন। পরে ফলে হোসেন বাদশা নিশ্চিত করেছেন যে এখানে আরেকটি ল্যাব স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে তারা আরেকটি পিসিআর মেশিনের ব্যবস্থা করেছেন।
×