ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা সন্দেহে লাশ দাফনে বাধা

প্রকাশিত: ০৯:৫১, ১৩ এপ্রিল ২০২০

  করোনা সন্দেহে  লাশ দাফনে  বাধা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নারায়ণগঞ্জ থেকে নিহত এক পোশাক শ্রমিকের লাশ এনে সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বিয়াঙ্গার গ্রামে শনিবার রাতে দাফনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু করোনা সন্দেহে লাশ দাফনে বাধা দিলেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন রাতেই লাশ উদ্ধার করেন। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভেতর আইসোলেশন স্থানে নেয়া হয়। লাশের সঙ্গে আনা হয় নিহতের স্ত্রীসহ তার ৪ স্বজনদের ভেতরে আটকে রাখা হয়। সিভিল সার্জনের নির্দেশে লাশ ছাড়াও স্বজনদের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার সকাল ১১টায় নমুনা সংগ্রহের পর লাশ দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, নারায়নগঞ্জ থেকে আব্দুর রহিম (৫০) নামে এক পোশাক শ্রমিকের লাশ এনে গভীররাতে নিজ গ্রামে দাফনের চেষ্টা চালান তার স্বজনরা। এলাকার লোকজন এতে বাঁধা দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের লোকজন লাশটি উদ্ধার করে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম খান বলেন, লাশ ও তাদের স্বজনদের স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালেই রাখা হয়েছে। সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম বলেন, নমুনা সংগ্রহের পর লাশ দাফন বা বাকিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে রাখা হয়েছে।
×