ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় খেলার মাঠে কাঁচাবাজার হস্তান্তর

প্রকাশিত: ০৯:৪৮, ১৩ এপ্রিল ২০২০

 বগুড়ায় খেলার মাঠে  কাঁচাবাজার  হস্তান্তর

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব ঠিক রাখতে শহরের নিত্যদিনের বড় দুইটি কাঁচাবাজার ফতেহ আলী বাজার, রাজা বাজার এবং রেলগেটের কাছে বসা ভ্রাম্যমাণ দোকানিদের খুচরা বেচাকেনা আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানান্তর করা হয়েছে। সোমবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আলতাফুন্নেছা খেলার মাঠে তরি তরকারি শাকসবজি মাছ মাংস দুধ ডিম খুচরা বিক্রি শুরু হয়েছে। কাঁচাবাজারে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব ঠিকভাবে বজায় না রাখার বিষয়টি প্রশাসনের আলোচনায় আসার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। রবিবার সকালে জেলা প্রশাসন এই বিষয়ে জরুরী আলোচনার আহ্বান জানায়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, পৌরসভার মেয়র মাহবুবর রহমান প্রমুখ।
×