ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ৯০০ প্রতিবন্ধীর মাঝে ত্রাণ সহায়তা

প্রকাশিত: ০৯:৪৮, ১৩ এপ্রিল ২০২০

  নীলফামারীতে ৯০০ প্রতিবন্ধীর মাঝে  ত্রাণ সহায়তা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনা পরিস্থিতিতে ঘরবন্দী নিম্ন ও মধ্যবিত্ত এবং প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। রবিবার জেলা সদরের ১৫ ইউনিয়ন এলাকায় দুই হাজার ৯০০ প্রতিবন্ধীর মাঝে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সহযোগিতায় তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয় ওই সহযোগিতা। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজার ৯০০ প্রতিবন্ধীর মাঝে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল এবং একটি করে সাবান বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম। এদিকে রবিবার সকাল ১০টায় নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ পৌর এলাকার এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি করে মসুর ডাল ও লবণ এবং একটি করে সাবান। এ সময় পৌর পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অপর দিকে সকাল ১১টার দিকে জেলা শহরের উন্মুক্ত মঞ্চে ১২০টি দলিত পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ইএসডিও। জেলা সদর এবং ডোমার উপজেলার এসব পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার ভোজ্য তেল, দুই কেজি আলু এবং আধা কেজি করে লবণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা এ্যাডভোকেসি প্ল্যাটফমের সভাপতি এ্যাডভোকেট রমেন্দ্র নাথ বাপ্পী ও সাধারণ সম্পাদক শীষ রহমান। এ ছাড়া সিএসআর উইন্ডো বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্পর্ক’ শিরোনামে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী পরিচালনা করছে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। এই সংগঠন দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড প্রায় ২ হাজার পরিবারের মাঝে তিনটি ধাপে এই খাদ্য বিতরণ কর্মসূচী পরিচালিত করছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৮ কেজি চাল, ৩ কেজি আলু, এক কেজি করে পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মসুর ডাল এবং সাবান দু’টি। এছাড়া অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
×