ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছবিতে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি

প্রকাশিত: ০৮:৫১, ১৩ এপ্রিল ২০২০

 ছবিতে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি

বিশ্ব এখন করোনাভাইরাসের আতঙ্কে তটস্থ। আর আতঙ্কিত হবেই বা না কেন? বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত রোগীর সংখ্যা বর্তমানে লাখ পেরিয়েছে। আর আক্রান্তের সংখ্যা তো ইতোমধ্যে ১৬ লাখ অতিক্রম করেছে। প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগী আর মৃতের সংখ্যা। বিশ্ব এখন তাই শঙ্কিত কিভাবে দমন করা যাবে এই প্রাণঘাতী ভাইরাসকে। যদিও এখন অবধি করোনাভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে সামাজিক আর নৈতিক কিছু কার্যকলাপ আর শিষ্টাচার মেনে চললে আপনি করোনাভাইরাস থেকে নিজেকে এবং নিজের পরিবারকে, এমনকি নিজের সমাজকেও রক্ষা করতে পারবেন। পুরো বিশ্বই এখন লকডাউন অবস্থায় আছে। আইফেল টাওয়ারের সামনে নেই কোন পর্যটক; ভেনিসে নৌকায় চড়ে ভাসছে না কোন নবদম্পতি; লন্ডন টাওয়ার ব্রিজ খাঁ খাঁ করছে জনশূন্যতায়; নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহর যেন থমকে গেছে অদৃশ্য কোন এক আতঙ্কে। বন্ধ সকল কল-কারখানা, শিক্ষা-প্রতিষ্ঠান, এমনকি সরকারী সকল কার্যক্রম। বিশ্বব্যাপী মানুষ কিভাবে এই লকডাউন অবস্থায় আছে তা নিয়েই প্রতিনিয়ত ছবি তুলে যাচ্ছে ফটো-সাংবাদিকরা। আর সেগুলোতে সয়লাব হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকের আয়োজনে থাকছে বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানে প্রকাশিত এমন কয়েকটি ছবি, যেগুলোতে ফুটে উঠেছে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি।
×