ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কোভিড-১৯

গণমাধ্যম কর্মীদের জন্য পাকিস্তান পাঞ্জাব সরকারের বিশেষ প্যাকেজ ঘোষণা

প্রকাশিত: ০৮:৪৬, ১৩ এপ্রিল ২০২০

 গণমাধ্যম কর্মীদের জন্য পাকিস্তান  পাঞ্জাব সরকারের বিশেষ প্যাকেজ ঘোষণা

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে পাকিস্তানের পাঞ্জাব সরকার। এতে বলা হয়েছে, করোনায় কোন সাংবাদিক মারা গেলে তার পরিবার পাবে ১০ লাখ রুপী। এছাড়া তার স্ত্রী আজীবন মাসে ১০ হাজার করে পেনশন পাবেন। শুক্রবার প্রদেশটির তথ্যমন্ত্রী ফয়জুল হাসান চোহান এই ঘোষণা দিয়েছেন।পাকিস্তানে এ পর্যন্ত ৪ হাজার ৬৯৫ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৬৬ জন। আর পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৭৯ জন। প্রদেশটিতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ জন। শুক্রবার লাহোরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম কর্মীরা যাতে করোনায় আক্রান্ত না হন, সেজন্য আমরা তাদের জন্য একটি নিরাপদ স্বাস্থ্য নির্দেশিকা তৈরি করেছি। ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ এড়াতে গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় কী কী বিধি মেনে চলবেন, তার বিস্তারিত এই নির্দেশিকায় বলা আছে। এগুলো ইতোমধ্যে মিডিয়া হাউসগুলোতে পাঠানো শুরু হয়েছে। তিনি বলেন, ‘কোন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে পাঞ্জাব সরকার তাদের এক লাখ রুপী দেবে। এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন।
×