ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমি ডাক্তারদের কাছে ঋণী ॥ বরিস জনসন

প্রকাশিত: ০৮:৪৪, ১৩ এপ্রিল ২০২০

 আমি ডাক্তারদের কাছে ঋণী ॥ বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড-১৯ এর চিকিৎসা নিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করার প্রায় ২৪ ঘণ্টা পরে শুক্রবার হাসপাতালে হেঁটেছেন। এদিকে ভাইরাস মহামারীতে দেশটিতে প্রথমবারের মতো দৈনিক মৃত্যুর সংখ্যা দশ হাজারের কাছাকাছি পৌঁছেছে। খবর ডেইলি মেইল অনলাইনের। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র শনিবার বলেছেন, ‘স্বাস্থ্যের উন্নতির জন্য সেবা গ্রহণের অংশ হিসেবে বিশ্রামের মাঝে প্রধানমন্ত্রী ছোট পদক্ষেপে হাঁটতে সক্ষম হয়ে উঠছেন।’ তিনি বলেন, ‘এই ভয়ঙ্কর রোগে আক্রান্তদের নিয়েও তিনি চিন্তা করছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডনের সেন্ট থমাস হসপিটালে ভর্তির তিনদিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করেন। এদিকে করোনা থেকে ক্রমে সুস্থ হয়ে ওঠা ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশটির চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, ডাক্তারদের জন্যই আমি জীবন ফিরে পেয়েছি। ৫৫ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী সেন্ট থমাস হসপিটালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কারণ আমি তাদের কাছে ঋণী হয়ে রইলাম।
×