ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রে বাদুড় নিয়ে গবেষণা বন্ধের নির্দেশ

প্রকাশিত: ২২:৫০, ১২ এপ্রিল ২০২০

করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রে বাদুড় নিয়ে গবেষণা বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কের মধ্যে বাদুড় নিয়ে গবেষণা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মৎস্য ও বন্যপ্রাণী বিভাগ। দেশের সব গবেষককে ই-মেইল করে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মানবদেহ থেকে অন্যান্য প্রাণীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ওই আশঙ্কায় বাদুড় নিয়ে গবেষণা বন্ধ করে দিয়েছেন গবেষকরা। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেয়া স্বাক্ষাৎকারে দেশটির বন্যপ্রাণী ও মৎস্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, করোনাভাইরাস দ্রুত যেভাবে চরিত্র বদলাচ্ছে তাতে মানবশরীর ছাড়াও অন্য স্তন্যপায়ী প্রাণীরও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বাদুড়ের মধ্যে এই প্রাণঘাতী রোগ আ-দৌ ছড়িয়ে পড়তে পারে কি-না, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। তারপরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাদুড় নিয়ে গবেষণা বন্ধের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। এর আগে বিড়ালসহ কুকুর এমনকি বাঘের দেহেও সন্ধান মিলেছে করোনাভাইরাসের। নিউ ইয়র্কের একটি চিড়িয়াখানায় বাঘের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম আঘাত হানার পর এখন বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৮৪৫ জন। আর এতে প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৭৭৯ জনের। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৫ লাখ ৩২ হাজার ৫৭৯। তবে দেশটিতে সুস্থতার হার মোটেও সন্তোষজনক নয়। সেখানে সুস্থ হয়েছে ৩০ হাজার ৪৫৩ জন (৫.৭১%)। সবচেয়ে বেশি মারাও গেছে দেশটিতে-২০ হাজার ৫৭৭ জন।
×