ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না’গঞ্জের গিটারিস্ট লিসানের মৃত্যু করোনাভাইরাসেই

প্রকাশিত: ১২:৩৫, ১১ এপ্রিল ২০২০

না’গঞ্জের গিটারিস্ট লিসানের মৃত্যু করোনাভাইরাসেই

জনকণ্ঠ ডেস্ক ॥ সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া নারায়ণগঞ্জের গিটারিস্ট খাইরুল আলম (হিরু লিসান) নোভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা করোনাভাইরাস ফোকাল পার্সন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম শুক্রবার এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের। গত সোমবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ চেয়ারম্যান বাড়ি এলাকায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যান গিটারিস্ট হিরু লিসান। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউ তার লাশের কাছে যাওয়ার সাহস করেননি। এ অবস্থায় মৃত্যুর পর লাশ ৯ ঘণ্টা বাড়ির সামনে পড়ে ছিল। পরদিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুলিশের সহায়তায় তাকে দাফন করা হয়। ডাঃ জাহিদুল বলেন, লিসান মারা যাওয়ার পর তার শরীরের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তার ফল পাওয়া গেছে।
×