ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যান্ত্রিক ও বৈদ্যুতিক জটিলতায় পিছিয়ে গেল গণস্বাস্থ্যের কিট হস্তান্তর

প্রকাশিত: ১২:৩২, ১১ এপ্রিল ২০২০

যান্ত্রিক ও বৈদ্যুতিক জটিলতায় পিছিয়ে গেল গণস্বাস্থ্যের কিট হস্তান্তর

জনকণ্ঠ ডেস্ক ॥ কারখানায় বৈদ্যুতিক ও যান্ত্রিক জটিলতার কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তকরণ কিটের নমুনা সরকারের কাছে হস্তান্তর পিছিয়ে গেছে। শনিবার বেলা ১১টায় ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সরকারের ওষুধ প্রশাসন অধিফতর, বিশ্ব স্বাস্থ্যসংস্থা, বিএসএমএমইউ, আইইডিসিআর, আইসিডিডিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে নিজেদের উদ্ভাবিত কিটের নমুনা হস্তান্তরের আয়োজন করেছিল গণস্বাস্থ্য কেন্দ্র। ওই অনুষ্ঠানটি বাতিলের কথা শুক্রবার জানিয়েছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। খবর বিডিনিউজের। তিনি বলেন, ‘আমাদের ফ্যাক্টরিতে ইলেক্ট্রো-ম্যাগানিক্যাল একটা ডিসরাপশন হয়েছে। এতে প্রোডাকশন হ্যাম্পার হয়েছে। আমরা যেসমস্ত স্যাম্পল তৈরি করেছিলাম, সেগুলো ডিসরাপশনের কারণে নষ্ট হয়ে গেছে। সেজন্য সরকারের কাছে স্যাম্পল প্রদানের অনুষ্ঠানটি শনিবার হচ্ছে না। ওটা বাতিল করতে আমরা বাধ্য হয়েছি।’ এর আগে বিকেলে কোভিড-১৯ ডট বøট প্রকল্পের সমন্বয়ক ডাঃ মুহিব উল্লাহ খোন্দকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট বøট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শীঘ্রই জানানো হবে।’ বৈশ্বিক মহামারীতে রূপ নেয়া নোভেল করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশ এখন আমদানি করা কিটের ওপর নির্ভর করছে। এর মধ্যেই দেশীয় প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী বিজন কুমার শীল কোভিড-১৯ রোগ শনাক্তে কিট উদ্ভাবনের কথা জানান। শেষ সময়ের জটিলতার বিষয়ে জাফরুল্লাহ বলেন, ‘এটা কোন ইন্টারন্যাল স্যাবোটাজ কি না, জানি না। সব কিছুই আমাদের প্রস্তুত ছিল। হঠাৎ ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল এই দুর্যোগ হলো।’ কবেনাগাদ সমস্যার সমাধান হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কয়েকদিন পিছিয়ে গেলাম। দোয়া করবেন। সব কিছু ঠিকঠাক হলে অতিসত্বর আমরা গণমাধ্যমকে জানাব।’
×