ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮০ হাজার টাকা জরিমানা

সাভারে দুই চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ে

প্রকাশিত: ১০:৪৯, ১১ এপ্রিল ২০২০

  সাভারে দুই  চেয়ারম্যানের  উপস্থিতিতে  বিয়ে

সংবাদদাতা, সাভার, ১০ এপ্রিল ॥ করোনাভাইরাসকে উপেক্ষা করে সাভারে দুই চেয়ারম্যানের উপস্থিতিতে গণজমায়েত করে বিয়ের অনুষ্ঠান করার সময় অভিযান চালিয়েছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বর ও কনে পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে সাভার মডেল থানাধীন আমিনবাজারের সালেহপুর এলাকায় কনে পক্ষের বাড়িতে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব -৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি জানান, করোনা মোকাবেলায় সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। অথচ এই নির্দেশনা উপেক্ষা করে আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের উপস্থিতিতে বিয়ের এমন অনুষ্ঠান খুবই দুঃখজনক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধসহ উভয়পক্ষের ৮ জনকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
×