ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাল জব্দ, মাদারীপুর ও নেত্রকোনায় আটক দুই

প্রকাশিত: ১০:৪৮, ১১ এপ্রিল ২০২০

 চাল জব্দ,  মাদারীপুর ও  নেত্রকোনায়  আটক দুই

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ এপ্রিল ॥ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ওএমএসের ১০০ বস্তা চালসহ মাহবুব হাসান রাসেদ (২৮) নামের একজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। শুক্রবার দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেদ শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। এ সময় মূল হোতা জসিম তালুকদার পালিয়ে যায়। পুলিশ জানায়, ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কুতুবপুর বাজারের ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের এজেন্টের রুমে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় মূলহোতা জসিম তালুকদার। পরে উদ্ধার করা হয় খাদ্য অধিদফতরের এক শ’ বস্তা চাল। এ সময় জসিমের সহযোগী রাসেদকে আটক করে পুলিশ। শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতি বস্তায় ৩০ কেজি করে ১০০ বস্তায় ৩ মে.টন চাল রয়েছে। চালের বস্তার গায়ে খাদ্য অধিদফতরের লোগো আঁকা রয়েছে। এই চক্রের মূলহোতা কুতুবপুর এলাকার ইমানউদ্দিন তালুকদারের ছেলে জসিম তালুকদার। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জসিম ব্যাংকের একজন এজেন্ট। প্রাথমিকভাবে জানা গেছে, জসিম এই চাল কম মূল্যে অন্য কারও কাছ থেকে ক্রয় করে নিয়ে আসে। সরকারী চাল কোথা থেকে এবং কার কাছ থেকে কিনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নেত্রকোনায় ৯০ বস্তা ওএমএসের চাল জব্দ ॥ এদিকে নিজস্ব সংবাদদাতা জানান, কেন্দুয়া উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর (ওএমএস) ৯০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। উপজেলার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার সন্ধ্যায় রোয়াইলবাড়ি বাজারের ভাঙ্গারি ব্যবসায়ী সাইফুল মিয়ার দোকান থেকে চালগুলো জব্দ করে। এ সময় সাইফুল মিয়াকেও (৪৫) আটক করা হয়। জানা গেছে, রোয়াইলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের ছেলে স্থানীয় ওএমএসের ডিলার আমিনুর রহমান (২৬) সম্প্রতি দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রির জন্য খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। তিনি কিছু চাল কয়েকদিন ধরে বিক্রি করছেন। কিন্তু তা থেকে ৯০ বস্তা চাল পাচারের উদ্দেশে একটি ভাঙ্গারির দোকানে রেখে দেন।
×