ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে গার্মেন্ট শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১০:৪৬, ১১ এপ্রিল ২০২০

 গাজীপুরে গার্মেন্ট শ্রমিক ছাঁটাইয়ের  প্রতিবাদে  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের এক পোশাক কারখানায় শুক্রবার জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর ও আইডি কার্ড জমা রেখে আংশিক বেতন পরিশোধ করে শ্রমিক ছাঁটাইকালে বিক্ষোভ করেছে ওই কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার সুইং সেকশনের এপিএম মোঃ আজিজুর রহমান ও মুজিবুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা নাওজোর চেয়ারম্যান বাড়ি এলাকার এপিএস হোল্ডিং লিমিটেড নামের পোশাক কারখানায় সবেতনে ও উৎপাদন ভিত্তিতে প্রায় আড়াই হাজার শ্রমিক ও কর্মচারী কাজ করেন। তাদের মধ্যে সবেতনে চাকরিরত যাদের চাকরির বয়স এক বছর পূর্ণ হয়নি এমন সাড়ে তিন শতাধিক শ্রমিকের স্বাক্ষর জোরপূর্বক সাদা কাগজে নিয়ে ও আইডি কার্ড জমা রেখে মার্চ মাসের ২৬ দিনের বেতন দিয়ে শুক্রবার ছাঁটাইয়ের চেষ্টা চালায় কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষ কিছু আইডি কার্ড ফেরত ও কিছু স্বাক্ষর নেয়া সাদা কাগজ ছিঁড়ে ফেললেও দুইশর মতো স্টাফ ও শ্রমিকের আইডি কার্ড ও স্বাক্ষরযুক্ত সাদা কাগজ ফেরত দেয়নি।
×