ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএমএফের কাছে ৭০ কোটি ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ১১ এপ্রিল ২০২০

  আইএমএফের কাছে  ৭০ কোটি ডলার  চায় বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ নোভেল করোনাভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে বিশাল অঙ্কের প্রণোদনা ঘোষণার পর এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরী সহায়তা হিসেবে ৭০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ। শুক্রবার নিক্কেই এশিয়ান রিভিউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজের। ঢাকায় আইএমএফের প্রতিনিধি র‌্যাগনার গুডমান্ডসন পত্রিকাটিকে বলেন, ‘বাংলাদেশ সরকার যে জরুরী সহায়তা চেয়েছে, সেটি আমরা পর্যালোচনা করে দেখছি।’ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন পরিস্থিতির কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ এপ্রিল ৭২ হাজার কোটি ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন, যা জিডিপির ২.৫২ শতাংশ। প্রণোদনা ঘোষণার পরপরই আইএমএফের কাছে জরুরী সহায়তা চাওয়ার খবর পাওয়া গেল। ‘জরুরী এই সহায়তার মানে হলো- অর্থনীতি সচল রাখা, মানুষের, বিশেষ করে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘব এবং সামাজিক স্থিতিশীলতা ধরে রাখা,’ বলেন গুডমান্ডসন।
×