ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে খাদ্যবাহী বগি লাইনচ্যুত, ৯ ট্রেন বন্ধ

প্রকাশিত: ১০:৪৩, ১১ এপ্রিল ২০২০

  গাজীপুরে খাদ্যবাহী  বগি লাইনচ্যুত,  ৯ ট্রেন বন্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শুক্রবার সকালে খাদ্যবাহী মালগাড়ির বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ৯ ঘণ্টা রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়াও জেলা শহরের কেন্দ্রস্থল জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কের রেলক্রসিংটি আটকে থাকায় গুরুত্বপূর্ণ ওই পথেও কোন যানবাহন চলাচল করতে পারেনি। রেলওয়ের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মোঃ শাহজাহান জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের নির্দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে মালগাড়ি চলাচল করছে। রংপুরের সেতাবগঞ্জ থেকে চাউল নিয়ে একটি মালগাড়ি ঢাকা যাচ্ছিল। পথে শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে গাড়িটি জয়দেবপুর জংশন স্টেশনের আউটার সিগন্যাল পার হয়ে প্রধান লাইন (২ নম্বর) দিয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কের ক্রসিং পয়েন্টে গাড়িটির ইঞ্জিনের পর হতে দ্বিতীয় ও ৮ম বগির (ওয়াগন) চাকা লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে রংপুর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে গাজীপুর জেলা শহরের কেন্দ্রস্থল ভাওয়াল রাজবাড়ি সড়কের ক্রসিং পয়েন্টে এ দুর্ঘটনার কারণে ওই সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। অতিরিক্ত গতির কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিতকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে রিলিফ ট্রেন নিয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তারা দুর্ঘটনা কবলিত বগিসহ মালগাড়িটিকে উদ্ধার ও লাইন মেরামত করতে সক্ষম হন। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুর্ঘটনা কবলিত বগিসহ মালগাড়িটিকে সরিয়ে নিলে প্রায় ৯ ঘণ্টা পর ওই রেলরুট পুনরায় সচল হয়। দুর্ঘটনায় ট্রেনটির বগিগুলোর চাকার স্প্রিং ও কিছু রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই মোঃ আব্দুল মান্নান জানান, শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কের এ রেলক্রসিং পয়েন্ট অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ কার্যালয়, জেলা পোস্ট অফিস, বাজার এবং সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা ও ব্যাংক-বীমাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অফিস রয়েছে।
×