ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক আইনমন্ত্রী খসরুর করোনায় মারা যাওয়ার গুজব, ২ যুবক কারাগারে

প্রকাশিত: ১০:০২, ১১ এপ্রিল ২০২০

  সাবেক আইনমন্ত্রী  খসরুর করোনায়  মারা যাওয়ার  গুজব, ২ যুবক  কারাগারে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ এপ্রিল ॥ কুমিল্লা-৫ আসনের এমপি ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যালে মারা গেছেন’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই গুজব ছড়ানোসহ তাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে জেলার বুড়িচং থানায় ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার রাতে বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের আবদুর রশিদ ভূঁইয়ার পুত্র ও ছাত্রলীগ নেতা মোঃ আল-আমিন ভূঁইয়া বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় ওই মামলাটি দায়ের করেন। কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে রাতেই মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) প্রেরণ করা হয়। পরে গভীর রাতে ওই মামলার এজাহার নামীয় ২নং উপজেলার বাকশীমুল গ্রামের শামসুল হকের পুত্র ফরহাদ খান (২৩) এবং ৩ নং আসামি উপজেলার ঘোষনগর গ্রামের মৃত আঃ ওয়াহিদের পুত্র মাহফুজ বাবুকে (৩৩) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আদালতে হাজির করার পর আদালত উভয়ের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, গত বুধবার ‘সাবিয়া রেহমান’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেয়া হয় ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি ৮ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে ৭ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যালে মারা গেছেন—’পরে ওই আইডির ফ্রেন্ডলিস্টে থাকা এজাহার নামীয় ২নং আসামি ফরহাদ খান (Farhad Khan) কমেন্টসে লিখেন ‘ হালায় মরলে তো বালো ছিল, এখন নির্বাচন হলে দেখতেন মানুষের বাড়ি বাড়ি যাইতো’। মামলায় এজাহার নামীয় ৩নং আসামি মাহফুজ বাবু তার নামের আইডি (মাহফুজ বাবু) দিয়ে লিখেন ‘ইন্নালিল্লাহি ওনার টাকা-পয়সা গুলি এখন গরিবদের বিলিয়ে দিয়ে পাপসাপ মাপ নিয়া দরকার।’
×