ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনার সময়ে আন্দ্রেস্কুর পরামর্শ

প্রকাশিত: ০৭:৫০, ১১ এপ্রিল ২০২০

 করোনার সময়ে আন্দ্রেস্কুর পরামর্শ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের তা-ব চলছেই। দিনের পর দিন বেড়েই চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। সেইসঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। করোনা ভাইরাসের কারণে গোটাবিশ্বই এখন স্থবির। অন্যান্য সবকিছুর মতো থমকে গেছে ক্রীড়াঙ্গনও। সর্বত্র নেমে এসেছে ভয়ঙ্কর এই কোভিড-১৯ নামক ভাইরাসের কালো থাবা। যে কারণে সব ধরনের খেলাধুলা বন্ধ। করোনাভাইরাসের কারণে বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউনে। এই সময়ে বিশ্বের এ্যাথলেটরাও ঘরবন্দী জীবনযাপন করছেন। হোম কোয়ারেন্টাইনে থেকে কেউ কেউ আবার তাদের ভক্ত-অনুরাগীদের পরামর্শ দিচ্ছেন। ঘরে থেকে কীভাবে এই কঠিন ভাইরাস মোকাবেলা করবেন তার পরামর্শ দিলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। কানাডার তরুণ প্রতিভাবান খেলোয়াড় আন্দ্রেস্কু। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন। এ প্রসঙ্গে কানাডিয়ান তরুণী বলেন, ‘আমরা যা সবসময়ই করতে ভালবাসি তার থেকে দূরে থাকাটা সত্যিই খুব কঠিন কাজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কঠিন সেই কাজটাই করতে হবে। কেননা, আজ বিশ্বে যা ঘটে চলেছে তা আমাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে।’ ১৯ বছর বয়সী বিয়াঙ্কা আন্দ্রেস্কু বলেন, ‘ভালভাবে নিয়মনীতিগুলো মেনেই আমরা এটাকে কেবল মোকাবেলা করতে পারি। প্রথম শর্ত এই ভাইরাসকে ভয় পেতে হবে। আমাদের চিন্তা ভাবনাকে কাজে লাগাতে হবে। মানসিভাবে শক্তি সঞ্চার করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। এই সময়ে আপনার জ্ঞ্যান এবং সম্পদকেও সঠিকভাবে কাজে লাগানোটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করতে পারি। সর্বোপরি সবার নিরাপত্তার জন্য কাজ করাটা এই সময়ে মুখ্য ব্যাপার।’ স্বাভাবিক জীবনে ব্যস্ততার কারণে অনেকেই পরিবারকে সময় দিতে পারেন না। তাই এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানোটাকে বেশ গুরুত্ব দিচ্ছেন আন্দ্রেস্কু। তিনি বলেন, ‘এই সময়টা আমরা পরিবারের সঙ্গে কাটাতে পারি। তাদের সঙ্গে সম্পর্কটা বৃদ্ধি করতে পারি। যা আগে কখনও হয়ে উঠেনি। তাই এই সময়টাতে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে জোর দিতে পারি। সেই প্রেক্ষিতে একসঙ্গে নতুন কিছু করতেও পারি, যেগুলো পরবর্তীতে স্মৃতি হয়ে থাকবে। করোনাভাইরাসের এই সময়টাতে আমরা এমন কিছু করতে পারি, যা আগে কখনোই করা হয়নি। এখন হয় তো জানি না, দেখা গেল হয়তো পরবর্তীতে এটাই আপনার নিয়মিত কাজ কিংবা শখে পরিণত হবে। আমরা নিজেদের নিয়েও কাজ করতে পারি। ইতোমধ্যেই আমার ব্যক্তিগত উন্নয়নের একটা কাজ শুরু করে দিয়েছি। অবশ্যই তা আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। তবে এটা ইতোমধ্যেই আমার জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করে দিয়েছে।’ করোনাভাইরাসের এই সময়টাতে অনেক টেনিস তারকাকেই দেখা যায় টিকটক ভিডিওতে মজতে, বিভিন্ন গেমস খেলতে। কেউ কেউ আবার ব্যক্তিগতভাবে অনুশীলন করেও সময় পার করছেন। কানাডিয়ান সুন্দরী অবশ্য টিকটকে মজেননি। তবে শৈশবের প্রিয় শখ গিটার বাজাতে শুরু করেছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আবারও গিটার বাজাতে শুরু করেছি। যখন বয়সে খুব ছোট্ট ছিলাম তখন প্রথম গিটার বাজিয়েছিলাম আমি। কিন্তু গত চার বছর ধরে গিটার বাজাতে ভুলেই গেছি। কেননা, অনুশীলনের প্রতি প্রচন্ড মুগ্ধতা, ব্যস্ত ভ্রমণ সূচীর কারণে তা আর হয়ে উঠেনি। মনে হচ্ছে আগের অভ্যাসটাতে মরিচা ধরে গেছে। কিন্তু তারপরও নতুন করে পুরনো শখে মজে খুব ভাল লাগছে। গিটার বাজানোর এই পুরনো অভ্যাস আমাকে সত্যিই বিস্মিত করেছে।’ আসছে জুনে ২০ বছরে পা রাখবেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। কিন্তু এই সময়েই নিজেকে নিয়ে এসেছেন বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয়।
×