ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বার্সিলোনা ছেড়ে কোথাও যাচ্ছি না’

প্রকাশিত: ০৭:৪৯, ১১ এপ্রিল ২০২০

 ‘বার্সিলোনা ছেড়ে কোথাও যাচ্ছি না’

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার সঙ্গে আত্মিক সম্পর্ক লিওনেল মেসির। সেই ছেলেবেলা থেকে কাতালান ক্লাবটিতে খেলে যাচ্ছেন। মাঝেমধ্যে যে ন্যূক্যাম্প ছাড়ার গুঞ্জন রটে না তা নয়। তবে বারবারই মেসি জানিয়েছেন, প্রাণের ক্লাব ছেড়ে কোথাও উড়াল দেবেন না। তবে যদি যেতেই হয় ক্যারিয়ারের সাহাহ্নে ফিরে যাবেন নিজ দেশ আর্জেন্টিনার ক্লাবে। কিন্তু এর বাইরে অন্য ক্লাবে যাওয়ার খবরও রটে মাঝেমধ্যে। এই যেমন দিন কয়েক আগে গুঞ্জন রটেছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহোকে প্যারাগুয়ের জেল থেকে মুক্ত করতে দিয়েছেন বিশাল অঙ্কের টাকা। এমন কথাও বাতাসে উড়ছিল। এমন সব কথাবার্তায় আর চুপ থাকতে পারেননি মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, বার্সিলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না। আর রোনাল্ডিনহোকে মুক্ত করতেও দেননি কোন অর্থ। এদিকে জুভেন্টাসের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদে ও পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের আবারও বার্সিলোনায় ফেরার খবর শোনা যাচ্ছে। এ দু’জন তারকা আগের ক্লাব ছেড়ে এসে হাপিত্যেশ করেছেন অনেকবার। যে কারণে তারা ফের পুরনো ক্লাবে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারণা করা যাচ্ছে যে কোন মুহূর্তে রোনাল্ডো রিয়ালে ও নেইমার ফিরতে পারেন বার্সায়। নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে রোনাল্ডিনহো ইসু্যু ছাড়াও ইন্টার মিলান যাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মেসি। দুটি টুইটের স্ক্রিনশট পোস্ট করে মেসি লিখেছেন, ভুয়া সংবাদ এবং মিথ্যা। প্রথমত ইন্টারে মেসি, এটা ভুয়া। দ্বিতীয়ত রোনাল্ডিনহোকে কারামুক্ত করতে অর্থ দেয়া, এটাও মিথ্যা। মেসি ব্যাখ্যা করে লিখেছেন, যার মানে দাঁড়ায়, কয়েক সপ্তাহ আগে তারা নিওয়েলস ওল্ড বয়েজ (আর্জেন্টিনায় মেসির শৈশবের ক্লাব) সম্পর্কে যা বলেছে সেটাও মিথ্যা, ঈশ্বরকে ধন্যবাদ যে কেউ তাদের বিশ্বাস করেনি। এটাই সত্যি যে আমার এখানে (বার্সিলোনা) থাকা নিয়ে কোন সংশয় নেই। মেসির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে বার্সার। কিন্তু চলতি মৌসুমে ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না। এজন্যই আগামী গ্রীষ্মে রেকর্ড ছয়বার ফিফা সেরা তারকার দলবদলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার সঙ্গে ইতালিয়ান জানান্ট ইন্টার মিলানের একটা সংযোগ খুঁজে পাওয়ার দাবি জানায় একাধিক সংবাদমাধ্যম। গুঞ্জনে ঘি ঢেলে কিছুদিন আগে ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি দাবি করেছিলেন, মেসির সঙ্গে চুক্তি করা সিরি এ’র ক্লাবটির পক্ষে অসম্ভব নয়। তিনি বলেছিলেন, আমি মনে করি না এটা (মেসিকে ইন্টারে নিয়ে আসা) নিষিদ্ধ স্বপ্ন। চুক্তির শেষ পর্যায়ে আছে মেসি এবং অবশ্যই তাকে এখানে (ইন্টারে) আনার চেষ্টা করা হবে। আমি জানি না এই (করোনা) পরিস্থিতি কিছু পাল্টে দেবে কি না, কিন্তু আমার ধারণা বছর শেষ আমরা অদ্ভূত কিছু দেখতে পাব। দুই মৌসুম আগে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনাল্ডো। নিজের সামর্থ্যরে ছাপ রাখছেন সেখানেও। প্রথম মৌসুমেই নির্বাচিত হয়েছেন জুভেন্টাসের সেরা খেলোয়াড়। তবে সি আর সেভেন স্পেন ছেড়ে চলে যাওয়ায় অনেকটাই ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে জমজমাট এল ক্লাসিকোর লড়াই। বার্সিলোনায় মেসি এবং রিয়ালে রোনাল্ডোÑএ দু’জনের উপস্থিতিই জমিয়ে তুলত ক্লাসিকো ম্যাচ। এছাড়া মেসি-রোনাল্ডোর ব্যক্তিগত দ্বৈরথেও ভাটা পড়েছে একজনের অনুপস্থিতিতে। এ কারণে রোনাল্ডো ফের রিয়ালে ফিরতে আবারও জমে উঠবে দুই মহাতারকার লড়াই।
×