ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘরে ঘরে গিয়ে অনুদান দেয়ার আহ্বান রুবেলের

প্রকাশিত: ০৭:৪৮, ১১ এপ্রিল ২০২০

  ঘরে ঘরে গিয়ে অনুদান দেয়ার আহ্বান রুবেলের

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে স্বাভাবিক জীবন-যাপন অচল হয়ে পড়েছে সারাবিশে^ই। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। যার কারণে স্থবির হয়ে আছে সবকিছু। টানা সরকারী ছুটির মাধ্যমে মানুষকে ঘরে আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। খুব প্রয়োজন না পড়লে যারা বের হচ্ছেন তাদের বাধা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষরা অসহায় হয়ে পড়েছেন বেশি। দিনমজুরদের অনেকেই পাচ্ছেন না নিত্যদিনের খাবার। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেসের দাবি সরকারী অনুদান ঘরে ঘরে দেয়া হোক। করোনাভাইরাসের সংক্রমণে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। সরকারী ও বেসরকারী পর্যায়ে প্রণোদনা দেয়া হলেও যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুর- তাদের কি হবে? তাদের অন্যদের সহায়তার আশায় থাকা ব্যতীত কোন উপায় নেই। সাধারণ ছুটি অব্যাহত রাখার মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে লকডাউন চলছে গোটা বাংলাদেশে। কাজ করতে না পেরে না খেয়ে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। অনেকেই সাহায্যার্থে এগিয়ে আসছেন। কিন্তু এরপরও অনেকের কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ বা অনুদান। যাদের কাছে সাহায্য পৌঁছাচ্ছে সেটিও প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। তাছাড়া সরকারী বা বেসরকারীভাবে যারাই সাহায্য-সহযোগিতা করছেন, সেটা নেয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত হচ্ছে অনেক মানুষ। তাই জাতীয় দলের পেসার রুবেল এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন,‘ভোটের সময় ভোটার স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়, তাহলে এখন কী জন্য সেটা করা হচ্ছে না? সমালোচনা বাদ দিন। দেশ এখন সঙ্কটময় মুহূর্তে। এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। সরকারী অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’
×