ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় এ্যামাজনে বড় বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত: ০৭:২৮, ১১ এপ্রিল ২০২০

 করোনায় এ্যামাজনে বড় বিপর্যয়ের আশঙ্কা

প্রাণঘাতী ভাইরাস করোনা কভিড-১৯ পৃথিবীব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয় পৃথিবীর ফুসফুস খ্যাত এ্যামাজন বনেও এই ভাইরাস হানা দিয়েছে। গত বুধবার ব্রাজিল সরকার জানিয়েছে, জঙ্গলে বসবাসকারী ইয়ানোমামি আদিবাসী গোষ্ঠীর ১৫ বছরের এক কিশোর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই আদিবাসী গোষ্ঠীর মধ্যে এটিই প্রথম সংক্রমণ। কর্মকর্তারা জানিয়েছেন, করোনা আক্রান্ত কিশোরকে উত্তরাঞ্চলীয় রাজ্য রোরাইমার রাজধানী বোয়া ভিস্তার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এই রাজ্যেই ইয়ানোমামি সংরক্ষিত বনাঞ্চলের বেশিরভাগ এলাকা অবস্থিত। এর আগে গত সপ্তাহে ককামা আদিবাসী গোষ্ঠীর ২০ বছর বয়সী একজন আক্রান্ত হয়েছিলেন। এই ভাইরাসের ফলে ছড়িয়ে পরা মহামারী ব্রাজিলের সাড়ে আট লাখ আদিবাসী মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে নৃবিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ারি জানিয়ে আসছিলেন। বাস্তবতা হচ্ছে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এসব আদিবাসী সামাজিক দূরত্ব বজায় রাখেন না। -এএফপি
×