ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরস্ককের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে ইরান

প্রকাশিত: ০৭:২৭, ১১ এপ্রিল ২০২০

 তুরস্ককের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে ইরান

তুরস্কসহ অন্যান্য দেশের সেনাবাহিনীকে করোনাভাইরাস মোকাবেলার সাফল্যজনক অভিজ্ঞতা সরবরাহ করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। সোমবারের ওই টেলিফোনালাপে জেনারেল বাকেরি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও চিকিৎসা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের স্বাস্থ্য ব্যবস্থার সামর্থ্য ও সক্ষমতার কারণে করোনাভাইরাস মোকাবেলায় ব্যাপক সাফল্য অর্জন করেছে তেহরান। স্বাস্থ্যব্যবস্থার এই সাফল্যে ইরানের সশস্ত্র বাহিনী, সরকারের বিভিন্ন বিভাগ এবং প্রায় ১০ লাখ স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ইরানের সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন স্থাপনা, উন্মুক্ত স্থান, রাস্তাঘাট ও ভবনকে জীবাণুমুক্ত করার কাজে দেশের তিন হাজার স্থানে ঘাঁটি স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন। জেনারেল বাকেরি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সহযোগিতা করার পাশাপাশি সশস্ত্র বাহিনী আট হাজার করোনা রোগীকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি করে চিকিৎসা দিয়েছে। -খবর পার্সটুডে অনলাইনের।
×