ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ সালাহ্উদ্দীন

মানবে পরাজয়

প্রকাশিত: ০৬:৩৭, ১১ এপ্রিল ২০২০

 মানবে পরাজয়

ভয়াবহ করোনাকে করতে নিয়ন্ত্রণ কী কী আছে করণীয় শোনো দিয়ে মন- সাবান দিয়ে ভালো করে হাত ধোবে বারবার করতে পারো ব্যবহারও হ্যান্ডস্যানিটাইজার। অনেকে দেয় হাত সারাক্ষণ চোখে মুখে নাকে ছাড়তে হবে এ অভ্যাসও যদি তোমার থাকে। হাঁচি কাশির সময় রুমাল টিস্যুর ব্যবহারে সংক্রমণের আশঙ্কাটা কমে ব্যাপকহারে; টিস্যু রুমাল না থাকে তো জামার কনুই-ভাঁজ ব্যবহারে সারতে পারো হাঁচি কাশির কাজ। শিকনি থুতু কফ বা পানের পিক যত্রতত্র ফেললে এখন বিপদ সাঙ্ঘাতিক। কোলাকুলি করমর্দন করো পরিহার খুব জরুরি না হলে নয় কভু ঘরের বার- সতর্কতা মেনে চলো, নয় অহেতুক ভয় খুব শীঘ্র এই করোনাও মানবে পরাজয়!
×